kmc 20240718 074209

হিন্দু ধর্মে মহাদেবের গুরুত্ব ঠিক কতখানি তা আমরা সকলেই জানি। মহাদেবের উপাসনা করেন না এমন মানুষ প্রায় নেই বললেই চলে। বিশেষ করে শ্রাবণ মাসকে শিবের আরাধনার জন্য উপযুক্ত সময় বলে মনে করা হয়। তাইতো শ্রাবণ মাসের প্রত্যেক সোমবার ভক্তরা বাবার মাথায় জল ঢালতে যান।

চলতি বছরের শ্রাবণ মাসে একটি বিশেষ যোগ হতে চলেছে। কারণ, অন্যান্য বছর শ্রাবণ মাসে চারটি সোমবার থাকলেও ৭২ বছর পর এই বছরে পাঁচটি সোমবার থাকবে। ১৭ই জুলাই থেকে শ্রাবণ মাসের সূচনা হচ্ছে। ২২শে জুলাই এই মাসের প্রথম সোমবার। আপনি যদি শ্রাবণ মাসের সোমবারগুলিতে কিছু বিশেষ কাজ করেন তাহলে ভগবানের আশীর্বাদ বর্ষিত হবে আপনার ওপর।

জেনে নিন কী কী কাজ করবেন

এই মাসের প্রত্যেক সোমবার উপবাস রাখা ভীষণ শুভ বলে মনে করা হয়।

প্রতি সোমবার যদি ভগবান শিবের রুদ্রাভিষেক করেন তাহলে বিশেষ ফল লাভ করবেন।

ভগবান শিব ভোলেনাথ। তিনি একটি বেলপাতাতেই সন্তুষ্ট। তাই প্রত্যেক সোমবার যদি একটি বেলপাতা অর্পণ করে শিবলিঙ্গের জল ঢালেন। তাহলে তিনি আশীর্বাদ বর্ষণ করবেন।

মহাদেবের সবথেকে শক্তিশালী মন্ত্র হল মহামৃত্যুঞ্জয় মন্ত্র। শ্রাবণ মাসে এই মন্ত্র জপ করলে ভগবান শিবের আশীর্বাদ লাভ করা যায়।

মহাদেবের পুজোর ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো ধুনো। তাই সোমবার পুজো করার সময় ধুনো জ্বালিয়ে তার আরাধনা করুন।

শ্রাবণ মাসের শেষ সোমবার যদি আপনি সারারাত জেগে ভগবান শিবের আরাধনা করেন তাহলে মহাপূণ্য লাভ করবেন।

তার পুজো করার পাশাপাশি যদি অসহায় মানুষকে সাহায্য করেন, দান-ধ্যান করেন তাহলে আশীর্বাদ বর্ষিত হয় ভক্তদের উপর।

শ্রাবণ মাসের প্রত্যেক সোমবার যদি পরিষ্কার বস্ত্র পরিধান করে শিবলিঙ্গের সামনে ১০৭৮ বার ‘ওম নমঃ শিবায়’ জপ করেন তাহলে ভীষণই ভালো হবে।

এছাড়াও আপনি যদি সোমবার শিব-পার্বতীর মূর্তির সামনে ঘি’এর প্রদীপ জ্বালান তাহলে তাদের আশীর্বাদে আপনার জীবন ভরে উঠবে সুখ ও সমৃদ্ধিতে।