পুরাণ মতে, শ্রাবণ মাস শিবের মাস। এই মাসে শিবের পুজো করেন সকলে। সাধারণ মানুষ থেকে তারকারা এই সময়ে শিবের পুজো করেন৷ হিন্দি ক্যালেন্ডারের শ্রাবণ মাসের পয়লা সোমবার ১১ই জুলাই। আর এই দিন শিবের পুজো করেন অনেকে। আর এই কারণে শ্রাবণ মাস পবিত্র মাস। এবার শিবের পুজো দিলেন টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করেছেন তিনি। যদিও মিমি নিজের বাড়িতে সরস্বতী, লক্ষ্মী ইত্যাদি পুজো দেন।
তিনি যে ঈশ্বরে বিশ্বাসী তা এর আগেও দেখা গিয়েছে। এবার শ্রাবণ মাসের পয়লা সোমবার শিবের পুজো দিলেন মিমি। অনেকেই রয়েছেন যারা গোটা বছর সোমবার মহাদেবের পুজো করেন। যারা সময়ের অভাবে ও ব্যস্ততার জন্য পারেন না তারা অন্তত শ্রাবণ মাসের সোমবার পুজো করেন। যদিও বাংলা ক্যালেন্ডার অনুযায়ী, শ্রাবণ মাসের প্রথম সোমবার পড়ছে ১৮ই জুলাইতে। তবে অনেকেই এই সোমবার থেকে শিবের আরাধনা করতে শুরু করেছেন।
সোশ্যাল মিডিয়ায় মিমি চক্রবর্তী ছবি পোস্ট করেছেন শিব পুজোর। তাতে দেখা গিয়েছে, সালোয়ার কামিজ পরে শিব মন্দিরে পুজো দিচ্ছেন মিমি। মহাদেবকে মালা ও ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছেন। শিবলিঙ্গে দুধ ঢালতে দেখা গেলো তাকে। আকন্দ ফুলের মালা ও বেল পাতা দিয়ে মহাদেবকে ফুল অর্পণ করলেন তিনি। এর পাশাপাশি নিয়মানুযায়ী পাঁচ রকমের ফল। যদি টলি পাড়ার অন্দরে মিমি চক্রবর্তীর ঈশ্বরভক্তির কথা নতুন নয়।
তিনি অনেক আগেই ছেড়েছেন আমিষ খাওয়া। পশুপ্রেমে বিশ্বাসী মিমি। তার রয়েছে পোষ্য কুকুর। আর সেই কারণে তিনি ডিম, মাছ, মাংস সহ আমিষ খাদ্য খান না। তার বাড়িতে ঠাকুরের আসনে রয়েছে শিবলিঙ্গ। এর পাশাপাশি একাধিক দেবদেবীর মূর্তি রয়েছে। শিবরাত্রির দিন প্রতিবার নিয়ম করে শিব মন্দিরে যান তিনি। এবার শ্রাবণের পয়লা সোমবার নিয়ম করে শিব মন্দিরে গিয়ে পুজো দিলেন মিমি।