বর্তমানে তিনি এক পুত্র ও এক কন্যা সন্তানের মা। দুই সন্তান ধীরে ধীরে বড় হয়ে উঠছে। তাই দায়িত্ব বেড়ে চলেছে আগের চেয়ে। তিনি হলেন টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক। আজ ভাইফোঁটা। আর এই বিশেষ দিনে ভাইদের দীর্ঘায়ু কামনায় তার কপালে ফোঁটা দেয় বোনেরা৷ আর এই দিনে কোয়েলের পুত্র সন্তান কবীরের কপালে ফোঁটা দিল ১০ মাসের কন্যা সন্তান কাব্য। এবার সেই ছবি সোশ্যাল মিডিয়ায় সকলের সঙ্গে ভাগ করে নিলেন কোয়েল নিজেই।
করোনার মরশুমে মে মাসে পুত্র সন্তান কবীরের জন্ম দেন কোয়েল। দেখতে দেখতে তার বয়স হয়ে গিয়েছে পাঁচ বছর। এবছর সে একা নয়, তার সঙ্গে রয়েছে তার বোন কাব্য। তার বয়স ১০ মাস। ভাইফোঁটার দিনে বোনের থেকে ফোঁটা নিল কবীর। বদলে বোনকে সে কী উপহার দিল? তা যদিও জানা যায়নি। তবে তাদের এই মিষ্টি মূহুর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তবে শুধু নিজের সন্তানদের মূহুর্ত কোয়েল তার সোশ্যাল হ্যান্ডেলে ভাগ করে নিয়েছেন, এমনটা নয়।
বরং ভাইফোঁটায় তার পরিবারের সকলে এদিন এক জায়গায় হওয়ার পর সকলে মিলে একটি ছবি তুলেছেন। আর সেখানেই বাড়ির সকল ভাইবোনদের একসঙ্গে দেখা গিয়েছে। আরও একটি ছবিতে একজন বয়োজ্যেষ্ঠ মহিলাকে দেখা গিয়েছে কোয়েলকে আদর করতে। আর সব শেষে ওই মহিলাকে দেখা গিয়েছে রঞ্জিত মল্লিককে ফোঁটা দিয়ে আশীর্বাদ করতে। অর্থাৎ সব মিলিয়ে একেবারে জমজমাট মল্লিক বাড়ির ভাইফোঁটা।
এদিন ভাইফোঁটায় কবীরকে দেখা গিয়েছে একটি হলুদ রঙের পাঞ্জাবি পরতে। এর পাশাপাশি কাব্যকে দেখা গিয়েছে কোয়েলের কোলে বসে রয়েছে সে। তার পরনে একটি গোলাপি রঙের লেহেঙ্গা ও কোয়েলের পরনে রয়েছে একটি কমলা রঙের শাড়ি। প্রায় মেকাপহীন লুকে ক্যামেরায় ধরা দিয়েছেন কোয়েল মল্লিক। প্রথমবার বোনের থেকে ফোঁটা পেয়ে যে কবীর বেশ উচ্ছ্বসিত তা স্পষ্ট ছবিতেই। ছবি পোস্ট করে কোয়েল লিখেছেন, “ভাইফোঁটায়, ভাই ও বোনেদের আন্তরিক শুভেচ্ছা।”
বিনোদন
পরিণীতার ‘দাদু’ সুব্রত গুহ রায় সুস্থ হয়ে ফিরছেন বাড়ি, কবে ছুটি পাবেন?
#koelmullik #bhaiphonta

