‘স্বার্থপর’ ছবির বিশেষ প্রিমিয়ারের পর আবেগঘন রাজ চক্রবর্তী, ছবি নিয়ে এবার ধরলেন কলম, কী বললেন তিনি?

চলতি মাসের ২১শে অক্টোবর মঙ্গলবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘স্বার্থপর’। ছবিটি মুক্তি পাওয়ার পর বিভিন্ন মহলের মানুষ প্রশংসায় ভরিয়ে দিয়েছেন ছবিটি। এর পাশাপাশি অনেকের মতে অভিনেত্রী কোয়েল মল্লিক ওরফে ‘অপর্ণা’-র অন্যতম সেরা পারফরম্যান্স রয়েছে ‘স্বার্থপর’ ছবিতে। ছবি মুক্তি পাওয়ার পর দর্শকেরা সানন্দে ছবিটি দেখতে প্রেক্ষাগৃহে ভীড় জমাচ্ছেন। এরই মাঝে গতকাল শুক্রবার দক্ষিণ কলকাতার মাল্টিপ্লেক্সে ছবিটির প্রিমিয়ার অনুষ্ঠিত হয়।

ছবির প্রিমিয়ারে যেমন হাজির ছিলেন কোয়েল মল্লিক তেমনি তার বাবা ও টলি পাড়ার বয়োজ্যেষ্ঠ অভিনেতা রঞ্জিত মল্লিক। এর পাশাপাশি টলি পাড়ার একাধিক অভিনেতা অভিনেত্রী থেকে পরিচালক প্রায় সকলেই উপস্থিত ছিলেন। এর পাশাপাশি উপস্থিত ছিলেন পরিচালক রাজ চক্রবর্তী। ‘স্বার্থপর’ ছবিটি দেখার পর এবার আবেগঘন হয়ে সোশ্যাল মিডিয়ায় নিজেই ছবির রিভিউ দিলেন রাজ চক্রবর্তী।

রাজ সোশ্যাল মিডিয়ায় লেখেন, “স্বার্থপর’ দেখে বেরোলাম। চোখ ভিজে আছে এখনও। খুব সুন্দরভাবে তৈরি একটা ছবি এবং উপযুক্ত চিত্রনাট্যের মাধ্যমে ভীষণ সমসাময়িক একটি গল্প ফুটিয়ে তোলা হয়েছে। অসাধারণ ডিরেকশন, ক্যামেরা, এডিট। যার কথা সব থেকে বেশি বলব, কোয়েল মল্লিক। প্রত্যেকটা ফ্রেমে নিজের বিশ্বাসযোগ্য অভিনয় দিয়ে চরিত্রটির মধ্যে প্রাণ ঢেলে দিয়েছে। সঙ্গে অবশ্যই কৌশিক সেনের অনবদ্য সঙ্গত এবং এই দুই চরিত্রের টানাপোড়েন এই ছবির প্রাণবিন্দু হয়েছে। সঙ্গে রঞ্জিত মল্লিক এবং অনির্বাণ চক্রবর্তীর উজ্জ্বল উপস্থিতি এই ছবিকে আলোকিত করেছে। গানগুলি অসাধারণ।”

'স্বার্থপর' দেখে বেরোলাম। চোখ ভিজে আছে এখনও। Well made film এবং ভীষণ সমসাময়িক একটি গল্প ফুটে উঠেছে well written…

Raj Chakraborty এতে পোস্ট করেছেন শুক্রবার, 24 অক্টোবর, 2025

রাজ অনুরোধ করেছেন সকলকে ছবিটি প্রেক্ষাগৃহে দেখার। প্রসঙ্গত উল্লেখ্য, ‘স্বার্থপর’ ছবিটি পরিচালনা করেছেন অন্নপূর্ণা বসু। ছবিটিতে নারী অধিকারের যে বার্তা দেওয়া হয়েছে তাতে দর্শকের মনকে ভাবিয়ে তুলতে বাধ্য করেছে। আর এখানেই ছবির সার্থকতা। সমাজ এগিয়ে চললেও নারী অধিকারের জায়গায় যে একটুও আধুনিকতার ছোঁয়া লাগেনি তাই যেনো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় এই ছবি। আর তাই আর পাঁচজন দর্শকের মতন রাজ চক্রবর্তীও সিনেমা হল থেকে বেরোলেও ছবির রেশ কাটাতে পারেননি।

বিনোদন
বন্ধু পীযূষ পান্ডেকে শেষবারের মতো বিদায় জানালেন অমিতাভ বচ্চন

#rajchakraborty #swarthoparbengalicinema #koelmullick

error: Content is protected !!
শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয়