Totka: গরমের হাত থেকে রেহাই পেতে এবার বাজারে চলে এলো এসি বেডশিট! আসলে এই গরমে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। উপায় হিসেবে উচ্চবিত্তরা সহজেই এয়ারকুলার বা এয়ারকন্ডিশনার বেছে নিতে পারেন। কিন্তু মধ্যবিত্তদের নাগালের বাইরেই থাকে এই যন্ত্রগুলি। তবে আর চিন্তা নেই এবার রাতে ঘুম হবে শান্তিতে।
এবার আপনার মনে প্রশ্ন আসতে পারে কী এই এসি বেডশিট? এটি মূলত সাধারণ বেডশিটের মতোই দেখতে। এর বিশেষ বৈশিষ্ট্য হলো এর একপাশে একটি কুলিং ফ্যান ইন্সটল করা রয়েছে। যা ভিতরে ঠান্ডা বাতাস সরবরাহ করে। আর এই ফ্যান নিয়ন্ত্রণের জন্য রয়েছে একটি কন্ট্রোলবক্স।
পাশাপাশি গরম বাতাস বের করার জন্য একটি টিউবও রয়েছে। এটির ওজন মাত্র ২ কেজি। তাই আপনি সহজে ভাঁজ করে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারেন। এতে রয়েছে টাইমার ফলে আপনি আপনার সুবিধামতো সেট করতে পারবেন।
এবার হয়তো আপনার মনে প্রশ্ন আসতে পারে এতে হয়তো বিদ্যুৎ খরচ অনেকটাই বেশি হবে। কিন্তু না। ১সপ্তাহ চালালে এতে খরচ হবে এক ইউনিটেরও কম বিদ্যুৎ। যা আপনি অনলাইন বা অফলাইন দু জায়গা থেকেই কিনতে পারেন। অনলাইনে কিনতে গেলে আপনাকে ১,৫০০ থেকে ২,০০০ টাকা খরচ করতে হবে।
অন্যদিকে একটি বিষয়ে সতর্কতা রাখতে হবে। এই বেডশিট কিন্তু সাধারণ বেডশিটের মতোন পরিষ্কার করা যাবে না। কারণ, ভিজে গেলে সেটিতে থাকা যন্ত্র নষ্ট হয়ে যেতে পারে। যদি নোংরা হয় তাহলে আপনি একটি শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করতে পারেন।