তুরস্কের সিনদিরগি শহরে ৬.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে একাধিক অঞ্চল। বাড়ি ভেঙে পড়েছে, তবে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই।
সোমবার মধ্যরাতে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.১। তুরস্কের বালিকেসরি প্রদেশের সিনদিরগি শহর ছিল কম্পনের কেন্দ্রস্থল। ভূমিকম্পের গভীরতা ছিল ভূমি থেকে প্রায় ৬ কিলোমিটার নিচে। প্রবল কম্পনের জেরে একাধিক বাড়ি ভেঙে পড়েছে, তবে কোনও প্রাণহানির খবর এখনও পর্যন্ত মেলেনি।
দেশটির দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা সংস্থা (AFAD) জানিয়েছে, কম্পন অনুভূত হয়েছে ইস্তানবুল ও ইজমিরসহ আশপাশের এলাকাতেও। আতঙ্কে অনেকেই ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। রাতভর চলেছে উদ্ধার ও ত্রাণকাজ।
প্রসঙ্গত, এর আগে ১০ অগস্ট একই এলাকায় ৬.১ মাত্রার ভূমিকম্পে একজনের মৃত্যু ও ১২ জন আহত হয়েছিলেন। এবারের ভূমিকম্পে হতাহতের খবর না মিললেও ক্ষয়ক্ষতির পরিমাণ বেশ বড় বলেই মনে করা হচ্ছে।
অন্যদিকে, ফিলিপিন্সেও চলতি মাসে একাধিকবার প্রবল ভূমিকম্প হয়েছে। ১০ অক্টোবর সেখানে ৭.৪ মাত্রার কম্পনের পর জারি হয়েছিল সুনামি সতর্কতা। ১৭ অক্টোবর ফের কেঁপে ওঠে মিন্দানাও অঞ্চল। ভূমিকম্পের আতঙ্কে দক্ষিণ এশিয়ার একাধিক দেশে এখন সতর্কতা জারি রয়েছে।
খবর
EPIC বদলালে SIR-এ কীভাবে অনলাইন/অফলাইন এনুমারেশন ফর্ম পূরণ করবেন?
#TurkeyEarthquake #Sındırgı #AFAD #EarthquakeNews #BreakingNews #Istanbul #Izmir #Philippines #Mindanao #DisasterNews #GlobalNews

