দেশে ২২ ভুয়ো বিশ্ববিদ্যালয় চিহ্নিত, তালিকায় বাংলার দুই

ইউজিসি প্রকাশ করল দেশের ২২ ভুয়ো বিশ্ববিদ্যালয়ের তালিকা। এর মধ্যে পশ্চিমবঙ্গেরও দুটি প্রতিষ্ঠানের নাম রয়েছে। দিল্লিতে সবচেয়ে বেশি ভুয়ো বিশ্ববিদ্যালয়।

দেশ জুড়ে ২২টি ভুয়ো বিশ্ববিদ্যালয়ের হদিস মিলেছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) জানিয়েছে, এই প্রতিষ্ঠানগুলির কোনওটিরই ডিগ্রি প্রদানের বৈধ অনুমোদন নেই। শিক্ষার্থীদের বিভ্রান্ত করা রুখতে ইতিমধ্যেই রাজ্য সরকারগুলিকে সতর্ক করেছে কমিশন।

ইউজিসি প্রকাশিত তালিকায় দেখা গিয়েছে, দিল্লিতে সর্বাধিক ১০টি ভুয়ো বিশ্ববিদ্যালয় রয়েছে। উত্তরপ্রদেশে চারটি, কেরল, অন্ধ্রপ্রদেশ ও পশ্চিমবঙ্গে দুটি করে এবং মহারাষ্ট্র ও পুদুচেরিতে একটি করে প্রতিষ্ঠান চিহ্নিত হয়েছে।

পশ্চিমবঙ্গের দুই ভুয়ো বিশ্ববিদ্যালয় হল— ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অল্টারনেটিভ মেডিসিন এবং ইনস্টিটিউট অফ অল্টারনেটিভ মেডিসিন অ্যান্ড রিসার্চ, যার মধ্যে পরেরটি অবস্থিত ঠাকুরপুকুরে ডায়মন্ড হারবার রোডে।

দিল্লির ভুয়ো বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে রয়েছে— অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ পাবলিক অ্যান্ড ফিজ়িক্যাল হেলথ সায়েন্সেস (AIIPHS), ইউনাইটেড নেশনস ইউনিভার্সিটি, ভোকেশনাল ইউনিভার্সিটি, এডিআর-সেন্ট্রিক জুরিডিক্যাল ইউনিভার্সিটি, আধ্যাত্মিক বিশ্ববিদ্যালয়সহ আরও কয়েকটি।

ইউজিসি স্পষ্ট করেছে, এই প্রতিষ্ঠানগুলির দেওয়া কোনও ডিগ্রিই উচ্চশিক্ষা বা চাকরির ক্ষেত্রে বৈধ হিসেবে গণ্য হবে না। ইউজিসি অ্যাক্ট, ১৯৫৬ লঙ্ঘনের অভিযোগে এই বিশ্ববিদ্যালয়গুলিকে “Self-styled institutions” বলা হয়েছে।

খবর
SIR: ২০০২ সালের ভোটার তালিকায় বাবা-মায়ের নাম নেই? কী করবেন

#UGC #FakeUniversities #IndiaEducation #WestBengal #Delhi #HigherEducation #UniversityAlert #EducationNews #UGCNotice #FakeDegree

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক