অবিবাহিত যুগলদের হোটেলে জায়গা দেওয়ার নিয়মে বড়সড় বদল আনল ওয়ো। এবার থেকে অবিবাহিত যুগলেরা ওয়োতে গেলে খুব সহজে বুকিং করতে পারবেন না। তার জন্য প্রথমে তাদের সম্পর্কের প্রমাণপত্র দাখিল করতে হবে সংশ্লিষ্ট ওয়েবসাইটে। সম্প্রতি বছরের শুরুতে এই নতুন নিয়মের কথা জানিয়েছে ওয়ো সংস্থা।
উত্তরপ্রদেশের মিরাট থেকে এই নিয়ম লাগু করা হয়েছে। ওয়ো তার নতুন নিয়মে জানিয়েছে, এখন থেকে অবিবাহিত যুগলেরা হোটেলে চেক-ইনের সময় তারা যে একে অপরের সঙ্গে সম্পর্কে আবদ্ধ তার প্রমাণ দিতে হবে। অনলাইনে যখন হোটেল বুক করা হবে সেইসময় এই অপশনটি আসবে। যদিও কোনও হোটেলে অবিবাহিত যুগলেরা থাকতে পারবেন না এমন নিষেধাজ্ঞা নেই।
তবে অনেকসময় নানান হোটেলে সামাজিক চাপ বা আইনি জটিলতার জন্য যুগলের জন্য হোটেলের দরজা বন্ধ করে দেয় হোটেল কর্তৃপক্ষ। আর এখানেই এতদিন মন জয় করে এসেছে ওয়ো। অবিবাহিত যুগলদের ওয়োতে থাকতে কোনোরকম বাধা এতদিন পর্যন্ত ছিল না। কিন্তু এবার থেকে লাগু হলো নয়া নিয়ম।
সংস্থার তরফে বলা হয়েছে, যাতে সামাজিক পরিচিতি কিংবা স্থানীয়দের প্রভাব খাটিয়ে কোনও অবিবাহিত যুগল হোটেলে চেক-ইন করাতে না পারেন সেদিকে লক্ষ্য রাখতে হবে। কিন্তু হঠাৎ করে এমন নিয়ম বদল করার কারণ কী? ওয়ো এ্টি বিবৃতিতে জানিয়েছে, সম্প্রতি নাগরিক সমাজের বিভিন্ন প্রতিক্রিয়ার পরিপ্রেক্ষিতে গমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিশেষত মিরাট থেকে এমন আবেদন জমা পড়েছে। তাই আপাতত মিরাটে লাগু হয়েছে এই নয়া নিয়ম। আগামী দিনে দেশের বিভিন্ন জায়গায় তা লাগু হবে। সকলেই চাইছেন অবিবাহিত যুগলদের হোটেলে থাকার ব্যপারে নিষেধাজ্ঞা জারি করা হোক। তাই সমস্ত আবেদন খতিয়ে দেখে এই নতুন সিদ্ধান্ত নিয়েছে ওয়ো। তবে ওয়োতে থাকার জন্য ভ্রমণকারী থেকে ব্যবসায়ী ও ছাত্রছাত্রী যাতে সঠিক নিরাপত্তা পান সেদিকে নজর রাখা হয়েছে।
আরও পড়ুন,
*খোলা চুলে মোহময়ী ইশা, প্রশ্ন ছুঁড়ে দিলেন ‘কে সেই মেয়ে?’..দেখুন ছবি
*ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করতে ডিমের জুড়ি মেলা ভার, কী কী উপায়ে ব্যবহার করবেন?