বন্ধুদের দেওয়া চ্যালেঞ্জ স্বীকার করে সিঙ্গারা দিয়ে তৈরি পোশাক পরে হাজির হলেন উরফি জাভেদ। বর্তমানে তার অদ্ভুত পোশাক পরা নিয়ে কেউই অবাক হন না। কারণ, তিনি মানেই অদ্ভুত সব পোশাক-আশাক। যদিও প্রথমদিকে এই নিয়ে তুমুল ট্রোলিংয়ের সম্মুখীন হতেন তিনি, তবে বর্তমানে সবটাই যেন সাধারণ হয়ে গিয়েছে তার কাছে।
সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। যেখানে দেখা যায় দুই বন্ধুর সাথে বসে সিঙ্গারা খাচ্ছিলেন। সেখানেই তার এক বন্ধু তাকে জিজ্ঞেস করেন, ‘তুমি তো সবকিছু দিয়েই পোশাক তৈরি করতে পারো, তাই না? তাহলে সিঙ্গারা দিয়ে পোশাক তৈরি করে দেখাও।’
এরপর ওই বন্ধু এও মনে করিয়ে দেন যে এটি তার জন্য একটি চ্যালেঞ্জ। প্রথমে একটু চিন্তিত হলেও পরে হাসিমুখে উরফি বলে ওঠেন, ‘চ্যালেঞ্জ আমি গ্রহণ করলাম।’ এরপরে দেখা যায় একটি সাদা ক্রপ টপের ওপরে সিঙ্গারা ঝুলিয়ে পোশাক তৈরি করেছেন তিনি।
সাথে নীচে পরেছেন শর্ট স্কার্ট। ভীষণই আত্মবিশ্বাসের সাথে একাধিক ভঙ্গিমায় পোজ দিতে দেখা গিয়েছে তাকে। যা দেখে সকলের মুখে একটাই কথা উরফি পারেন না এমন কোনো কাজ নেই। তিনি সবকিছু দিয়েই পোশাক তৈরি করতে পারেন। সত্যিও তাই তিনি এমন সব পোশাক পরেন যা পরার কথা মানুষ কল্পনাই করতে পারেন না।
এই ভিডিওটি পোস্ট করতেই সেটি তুমুল ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। প্রত্যেকেই তার প্রশংসায় পঞ্চমুখ। এছাড়াও অন্যান্য অদ্ভুত সব পোশাক তৈরি করার আবদারও করেছেন নেটিজেনরা।