বড়সড় দুর্ঘটনার মুখোমুখি হলেন টলি পাড়ার জনপ্রিয় তারকা ভিভান ঘোষ

Vivan Ghosh, the popular star of Tolly Para, met with a major accident

সম্প্রতি এক বড়সড় দুর্ঘটনার মুখোমুখি হলেন টলি পাড়ার জনপ্রিয় তারকা ভিভান ঘোষ। শ্যুটিং সেরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন তিনি। যদিও তিনি সুস্থ ও স্বাভাবিক রয়েছেন তবে তার গাড়ির চালকের চোট লেগেছে বলে এক সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি।

তিনি বাংলা ধারাবাহিকের পরিচিত মুখ৷ ইতিমধ্যে ছোটো পর্দায় একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। কৃষ্ণকলি, উমা, বাংলা মিডিয়াম সহ একাধিক ধারাবাহিকে তিনি অভিনয় করেছেন। তবে তাকে ধারাবাহিকে মূলত নেতিবাচক চরিত্রে বেশি অভিনয় করতে দেখা যায়।

এদিন শ্যুটিং সেরে বাড়ি ফিরছিলেন তিনি৷ এরই মাঝে পথের মধ্যে দুর্ঘটনার কবলে পড়েন তিনি। জানা যাচ্ছে, ২৫শে জুন তিনি যখন শ্যুটিং সেরে ফিরছিলেন সেই সময় একটি লরি তার গাড়ির পিছনে ঢাক্কা মারে।

কপালের জোরে সেইদিন দুর্ঘটনার কবল থেকে বেঁচে যান তিনি। তার কথায়, “মঙ্গলবার বেশ রাত করে শ্যুটিং শেষ হওয়ার পর বাড়ি ফিরছিলাম। গান শুনতে শুনতে যাচ্ছিলাম। তখনই হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরি আমার গাড়িকে পিছন থেকে ধাক্কা মারে। জোরে ঝাঁকুনি হওয়ায় সজাগ হই। আশেপাশের লোকজন ছুটে আসে।”

জানা যাচ্ছে, তিনি সুস্থ আছেন তবে তার চালক চোট পেয়েছেন। তবে সেও সুস্থ রয়েছেন। এদিকে লরির চালককে পুলিশ গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে। বর্তমানে ভিভান ঘোষকে দেখা যাচ্ছে, ‘ডায়মন্ড দিদি’ নামক একটি ধারাবাহিকে।