ছোটো পর্দার জনপ্রিয় মুখ হলেন শুভ্রজিৎ সাহা। সম্প্রতি তার বিয়ের খবর শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে, তিনি নাকি বিয়ে করতে চলেছেন প্রিয়াঙ্কাকে। আগামীতে তারা খুব শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসবেন। এদিকে এসব জল্পনা উড়িয়ে শুভ্রজিৎ কার সঙ্গে বিয়ে সেরে ফেললেন?
সম্প্রতি কিছু ছবি ভাইরাল হয়েছে। আর তাতে দেখা গিয়েছে শুভ্রজিৎ সিঁদুর পরিয়ে বিয়ে করেছেন। তবে কি প্রিয়াঙ্কার সঙ্গে তার প্রেম ভেঙে গেলো। তবে আসল ঘটনা বলা যাক। শুভ্রজিৎ-এর বিয়ে হচ্ছে ঠিকই কিন্তু তা রিয়েলে নয়, রিলে। ‘কনস্টেবল মঞ্জু’ ধারাবাহিকে তিনি অভিনয় করছেন।
আর সেই ধারাবাহিকের সেটে বিয়ে হলো শুভ্রজিৎ-এর। এবার গায়ে হলুদ, শুভদৃষ্টি, মালাবদল, সিঁদুর দান এবং ভাত-কাপড় সহ সব অনুষ্ঠান দেখা যাবে ধারাবাহিকের পর্দায়। সেই বিয়েরই কিছু ছবি সম্প্রতি প্রকাশ্যে এসেছে।
‘কনস্টেবল মঞ্জু’ ধারাবাহিকে অর্জুনের সঙ্গে নিশার বিয়ে ঠিক করে অভিষেক। এদিকে মঞ্জু অর্জুনকে প্রতিশ্রুতি দেয় সে কাউকে বিয়ে করবে না। বিয়ের দিন মন্ডপ থেকে পালিয়ে যায় মঞ্জু। তাকে কোথাও পাওয়া যায় না। অর্জুন ভাবতে বসে তাকে কি শেষ পর্যন্ত নিশাকেই বিয়ে করতে হবে।
মঞ্জু এদিকে জানতে পারে তার বাবার মৃত্যুর জন্য অর্জুন দায়ী। এদিকে বিয়ের সময় হাজির হয়ে পড়ে ধীরে ধীরে। সমস্ত অনুষ্ঠান শুরু হয়। এদিকে নববধূ রূপে সকলে তখন মঞ্জুকেই দেখতে পায়। তবে শেষ পর্যন্ত কি তাদের বিয়ে হবে? কী ঘটবে? তা জানতে গেলে ধারাবাহিকের আগামী পর্বে চোখ রাখতে হবে।