সম্প্রতি এবার ভারতীয় নাগরিকদের ‘আয়ুষ্মান ভারত স্বাস্থ্য বীমা প্রকল্প’এর অধীনে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মু। ৭০ বছরের বেশি প্রত্যেক ভারতীয় এই সুবিধা লাভ করবেন। যা তিনি সংসদের যৌথ অধিবেশনে জানিয়েছেন।
পাশাপাশি আরো জানা গিয়েছে বর্তমানে ২৫ হাজার ‘জন ঔষধি কেন্দ্র’ খোলার কাজ দ্রুতগতিতে চলছে। তিনি জানিয়েছেন ‘আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (AB-PMJAY)’ এর অধীনে ৫৫ কোটি ভারতীয়কে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা প্রদান করা হবে।
এদিন তিনি জানান, ‘সরকার এই ক্ষেত্রে আরও একটি সিদ্ধান্ত নিতে চলেছে৷ এখন ৭০ বছরের বেশি বয়সী প্রত্যেক বয়স্ক ব্যক্তিকেও কভার করা হবে এবং আয়ুষ্মান ভারত যোজনার অধীনে বিনামূল্যে চিকিৎসার সুবিধা পাবেন।’
এটি মূলত সর্ববৃহৎ সার্বজনীন বীমা প্রকল্প। ইতিমধ্যেই ১২ কোটি পরিবারকে প্রাথমিক ও তৃতীয় স্তরের যত্নের হাসপাতালে ভর্তির জন্য পরিবার পিছু ৫ লক্ষ টাকার স্বাস্থ্য বীমা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। এই প্রকল্পের অধীনে বিভিন্ন হাসপাতালকে তালিকাভুক্ত করার দায়িত্ব দেওয়া হয়েছে সংশ্লিষ্ট দপ্তরকে।
অন্যদিকে তিনি আরো জানান, লোকসভা এবং বিধানসভায় বেশি করে মহিলা অংশগ্রহণের জন্য মহিলা সংরক্ষণ আইন দ্বারা ক্ষমতাপ্রাপ্ত করা হয়েছে। সশস্ত্র বাহিনীকে বিভিন্ন যুদ্ধের জন্য প্রস্তুত রাখতে সংস্কার প্রক্রিয়া অব্যাহত রাখতে হবে। এছাড়া চলমান বিভিন্ন পরীক্ষায় পেপার ফাঁসের ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের শাস্তি দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে।