বিয়েতে জাহিরের থেকে কত কোটি টাকার উপহার পেলেন সোনাক্ষী? জানুন

গত ২৩শে জুন বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোনাক্ষী সিনহা। তার দীর্ঘ সাত বছরের প্রেমিক জাহির ইকবালের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন তিনি। তবে তাদের বিবাহ হিন্দু কিংবা মুসলিম কোনো ধর্ম মেনে হয়নি বলেই জানা গিয়েছে। তবে কাগজে সই করার মধ্যে দিয়ে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে তাদের বিয়ে। তবে এই বিয়ে নিয়ে কম চাপানউতর হয়নি।

তাদের বিয়ে নিয়ে সোনাক্ষী সিনহার পরিবারেও চলছে জের তর্জা। অনেকে তাদের বিয়েকে ‘লভ জিহাদ’-এর তকমা দিয়েছেন। তবে তাদের দীর্ঘদিনের সম্পর্ক পরিণতি পেয়েছে তাতে খুশি সোনাক্ষী ও জাহির দু’জনেই। বিয়ের পর সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি পোস্ট করেছেন সোনাক্ষী। আর তা ভাইরাল হতে সময় নেয়নি৷ ছবিতে সোনাক্ষীকে দেখা গিয়েছে লাল রঙের শাড়িতে।

সিঁথিতে লাল রঙের সিঁদুর, হাত লাল চুড়ি ও হাতের অনামিকায় একটি বড় হিরের আংটি। তবে অনেকেই কৌতূহলী যে ওই আংটিটি জাহির দিয়েছেন নাকি অন্য কেউ । শুধু কি বিয়েতে তিনি স্ত্রী-কে আংটি দিলেন নাকি আরও কিছু পেয়েছেন সোনাক্ষী! জানা যাচ্ছে, সোনাক্ষীকে প্রায় দুই কোটি টাকার উপহার দিয়েছেন জাহির।

বিয়ের পর সাদা একটি বিএমডব্লিউতে চেপে নবদম্পতিকে প্রীতিভোজের অনুষ্ঠানে হাজির হতে দেখা যায়। জানা যাচ্ছে, ওই গাড়িটি সোনাক্ষীকে উপহার দিয়েছেন জাহির ইকবাল৷ এটি একটি ব্যাটারি চালিত গাড়ি। সেডান আই৭ বিলাসবহুল গাড়িটির প্রারম্ভিক মূল্য ২.০৫ কোটি টাকা।

তবে জাহির তার স্ত্রী-কে কোোন মডেলটি কিনে দিয়েছেন তা জানা যায়নি। সোনাক্ষীর সঙ্গে জাহিরের পরিচয় হয় ‘ডাবল এক্সএল’ ছবিতে অভিনয় করতে গিয়ে। এরপর ধীরে ধীরে সেই সম্পর্ক প্রেমে পরিণত হয়৷ অবশেষে তাদের সেই সম্পর্ক স্বীকৃতি পেলো।