স্বামীকে নিয়ে হাসপাতে ছুটলেন অভিনেত্রী, সোনাক্ষী কি মা হতে চলেছেন? জল্পনা তুঙ্গে

সম্প্রতি এবার কোকিলাবেন হাসপাতাল থেকে বের হতে দেখা গেল নবদম্পতি সোনাক্ষী সিনহা এবং জাহির ইকবালকে! যা দেখার পর সকলের মনে একটাই প্রশ্ন তাহলে কি সুখবর দিতে চলেছেন তারা? আসলে এর আগেও আমরা অনেক তারকা দম্পতিকে দেখেছি যারা বিয়ে হতে না হতেই সুখবর দিয়েছেন।

সোনাক্ষী এবং জাহিরের বিয়ে নিয়ে কম জলঘো।লা হয়নি ভিন্ন ধর্মে বিয়ে করার জন্য নানান কটাক্ষে ভরিয়ে তোলা হয়েছে তাদের। যদিও সেসবকে পাত্তা না দিয়ে গত ২৩ শে জুন বিশেষ বিবাহ আইনে বিয়ে করেছেন তারা। সেদিনই ঘটা করে দিয়েছেন রিসেপশন পার্টি।

এরই মাঝে, এবার তাদের দেখা গেল কোকিলাবেন হাসপাতাল থেকে বের হতে। যদিও পাপরাজ্জিদের এড়িয়ে গাড়িতে উঠে যান তারা। যে ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই নানান মন্তব্য করেছেন সকলে। কেউ লিখেছেন, ‘তাহলে কি সোনাক্ষী অন্তঃসত্ত্বা?’

কারো মতে, ‘ইএ কারণেই কি এতো তাড়াতাড়ি বিয়ে হলো তাদের?’ আবার কেউ লিখেছেন, ‘যদি সেরকম হয় তাহলে তো ভালোই খবর। রনবীর-আলিয়ার ক্ষেত্রেও এমনটা হয়েছিল।’ অনেকে আবার হবু সন্তানের ধর্ম নিয়েও কথা বলেছেন। সবমিলিয়ে বলতে গেলে ফের চর্চায় উঠে এসেছেন তারা।

 

View this post on Instagram

 

A post shared by Instant Bollywood (@instantbollywood)

উল্লেখযোগ্য, গত ২৩ শে জুন বিয়ে করেছেন এই জুটি। তাদের বিয়েতে বাবা-মা উপস্থিত থাকলেও দুই ভাই লব এবং কুশকে দেখা যায়নি। যা জল্পনা বাড়িয়ে দিয়েছে বহু মাত্রায়। সকলে বলছেন তাহলে কি ভিন্ন ধর্মে বিয়ে করেছেন বলেই তাদের বাড়ির কেউ খুশি নন? যদিও আসল সত্যিটা তারাই জানেন।

error: Content is protected !!
শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক