বাংলার বুকে একের পর এক জায়গায় নির্মাণ করা হচ্ছে ধর্মীয় স্থাপত্য। দিঘায় যেমন তৈরি করা হয়েছে জগন্নাথ ধাম, তেমনই কলকাতার বুকে রাজারহাটে তৈরি করা হচ্ছে দুর্গা অঙ্গন। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন, শিলিগুড়িতে তৈরি হতে চলেছে সবথেকে বড় মহাকাল মন্দির। দার্জিলিং-এ দাঁড়িয়ে এমনটাই ঘোষণা করলেন মমতা। তার কথায়, এই মন্দির তৈরি হলে পাহাড়ে পর্যটন আরও বাড়বে।
পুজোর পর উত্তরবঙ্গে ভয়ানক বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয় একাধিক জায়গা। একাধিক জায়গায় ধস নেমে অনেকের মৃত্যু ঘটেছে। আর এরই মাঝে ক্ষতিগ্রস্ত জায়গা দেখতে ও বৃষ্টিতে ক্ষতির মুখে পড়া পরিবারদের সঙ্গে কথা বলতে উত্তরবঙ্গে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গে ফের দ্বিতীয়বার সফর করেন তিনি। আর দ্বিতীয় সফরে তিনি এই ঘোষণা করেছেন। মহাকাল মন্দির তৈরির পাশাপাশি শিলিগুড়িতে তৈরি হবে কনভেনশন সেন্টার, এমনটাই জানিয়েছেন মমতা।
এদিন বৃহস্পতিবার কলকাতায় ফিরে আসার কথা মুখ্যমন্ত্রীর। কলকাতায় ফিরে আসার আগে দার্জিলিং-এর মহাকাল মন্দিরে পুজো দেন মমতা। এর পাশাপাশি সেখানকার স্থানীয় ও মন্দিরের পুরোহিতদের সঙ্গে কথাও বলেন তিনি। আর সেখানেই তিনি জানান, বাংলার সবচেয়ে বড় মহাকাল মন্দির তৈরি হবে শিলিগুড়িতে। তিনি জানান, শিলিগুড়ির ডিএমকে জমি দেখতে বলেছেন তিনি। সেখানে তৈরি হবে কনভেনশন সেন্টার ও তার পাশেই তৈরি করা হবে মহাকাল মন্দির।
মমতা আরও জানান, ওই মন্দিরে রাখা হবে সবচেয়ে বড় শিব। মমতার কথায়, “করতে হয়তো একটু সময় লাগবে। টাস্ট্রি বোর্ড গঠন করতে হবে। সরকার বিনামূল্যেই জমি দেবে।” এদিন বৃহস্পতিবার কলকাতায় ফিরে আসেন মমতা। দ্বিতীয়বার দার্জিলিং সফরে গিয়ে প্রশাসনিক বৈঠক করেছেন তিনি। শিলিগুড়িতে কীভাবে সেই মন্দিরের কাজ শুরু করা যেতে পারে তা নিয়েও হয়েছে বিস্তারিত আলোচনা।