আরও ৩টি বন্দে ভারত এক্সপ্রেস পাচ্ছে বাংলা, যাত্রীরা অনেক সুবিধা বোধ করবে

kmc 20240912 170405 w11Xf6QY0n

আগামী 15 সেপ্টেম্বর হাওড়া থেকে চালু হচ্ছে নতুন তিনটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন। হাওড়া -ভাগলপুর, হাওড়া-গয়া, ও হাওড়া-রৌরকেল্লার মধ্যে চলবে এই তিনটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনগুলো। এই ট্রেনগুলি একাধিক নগরে সেমি হাই স্পিড। এসি চেয়ার ও এক্সিকিউটিভ শ্রেণী থাকবে।

হাওড়া থেকে এনজিপি, হাওড়া থেকে পুরী, হাওড়া থেকে পাটনা, ও হাওড়া থেকে রাঁচি ইতিমধ্যেই বন্দে ভারত এক্সপ্রেস চলছে। এবার হাওড়া থেকে তিনটি নতুন বন্দে ভারত এক্সপ্রেস চললে যাত্রীরা চলতে অনেক সুবিধা বোধ করবে বলে জানিয়েছে রেল পক্ষ। এই ট্রেন অনেক কম সময়ে পৌঁছে দেবে গন্তব্যস্থানে।

আগামী রবিবার এই ট্রেনগুলি উদ্বোধন হবে বলে রেলের পক্ষ থেকে খবর জানা যায়। সবকিছু ঠিকঠাক থাকলেই রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাসতেই উদ্বোধন হবে এই ট্রেনগুলি।

টাটানগর থেকে ভার্চুয়ালি ট্রেন গুলির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদি ঐদিন ছটি বন্ধে ভারত এক্সপ্রেস ট্রেন উদ্বোধন করবেন। তার মধ্যে বাংলার জন্য থাকছে তিন ট্রেন। অন্যান্য ট্রেনগুলি চলবে বিহার, উড়িষ্যা ও ঝাড়খণ্ডের মধ্যে।

আরও পড়ুন,
*মেয়ের সাথে তার বাবার অদ্ভুত ভালোবাসার সম্পর্ক, বাবাকে চিরদিনের মত হারিয়ে বিধ্বস্ত মালাইকা