বস্টন থেকে পাশ করে কী করছেন এখন ঋতুপর্ণার ছেলে অঙ্কন?

ঋতুপর্ণা সেনগুপ্তের ছেলে অঙ্কন এখন বস্টন ইউনিভার্সিটি থেকে পাশ করেছেন। মায়ের মতো কি অভিনয়ে নামবেন তিনি? জানুন তাঁর বর্তমান জীবন ও পরিকল্পনা।

অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত সম্প্রতি ছেলে অঙ্কন ও মেয়ে ঋষণাকে নিয়ে ভাইফোঁটা উদযাপনের ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। প্রদীপ, মিষ্টি, ধান ও দূর্বায় সাজানো সেই মুহূর্তে উচ্ছ্বসিত নেটিজেনরা ভালোবাসা জানিয়েছেন দুই সন্তানের জন্য।

ভক্তদের চোখে এখন সবচেয়ে চর্চিত ঋতুপর্ণার বড় ছেলে অঙ্কন। এক অনুরাগী লিখেছেন, “ছেলেকে তো বেশ হ্যান্ডসাম লাগছে, সিনেমায় আনুন ওকে!”
জানা গিয়েছে, অঙ্কন সম্প্রতি আমেরিকার বস্টন ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন। ছোটবেলা থেকেই মেধাবী এই তরুণ আজকাল মায়ের সঙ্গে বিভিন্ন টলিউড পার্টিতে দেখা দেন। যদিও অভিনয়ে আসা নিয়ে এখনও মুখ খোলেননি ঋতুপর্ণা।

অন্যদিকে, ছোট মেয়ে ঋষণার বয়স মাত্র ১৪ বছর। সে বর্তমানে সিঙ্গাপুরে পড়াশোনা করছে।

ঋতুপর্ণা ও সঞ্জয়ের প্রেমের গল্পও বেশ সিনেমাটিক। সপ্তম শ্রেণিতে পড়ার সময় থেকেই আলাপ, আর ১৯৯৯ সালে বিয়ে। বিয়ের পর কিছুদিন কাজ থেকে বিরতি নিয়ে ফের জোর কদমে ফেরা ঋতুপর্ণার। সম্প্রতি তাঁকে দেখা গিয়েছে ‘বেলা’, ‘ম্যাডাম সেনগুপ্ত’, ও ‘গুডবাই মাউন্টেন’ ছবিতে। শিগগিরই জিতের সঙ্গেও একটি নতুন ছবিতে দেখা যাবে তাঁকে।

গর্বিত মা জানিয়েছেন, অঙ্কন শুধু লেখাপড়ায় নয়, লেখালিখি ও গিটার বাজাতেও পারদর্শী। এখন দেখার বিষয়, সে কি মায়ের পথে হেঁটে অভিনয়ে আসে, নাকি বাবার মতো ব্যবসা বেছে নেয়!

বিনোদন
দেবশ্রী রায়কে অপমান, পোষ্য নিয়ে বিতর্কে তীব্র ক্ষোভ

#RituparnaSengupta #AnkanSengupta #Tollywood #BengaliCinema #BostonUniversity #CelebrityKids #Rishona #BengalNews #Entertainment #ActorNews

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক