আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন তারপরেই শুরু হবে বাঙালির বড়ো উৎসব দুর্গা উৎসব। এবারে বাংলাদেশের দুর্গাপুজো কেমন হতে চলেছে? ওপার বাংলা এবার দুর্গা পুজোতে তিন দিন ছুটি পাবেন সরকারি কর্মীরা। জানা গেছে এবছর বাংলাদেশের রামকৃষ্ণ মিশনে কুমারী পুজো অনুষ্ঠিত হবে না। বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি এড়াতে এই সিদ্ধান্তে অবণিত হয়েছে বাংলাদেশ সরকার।
কিন্তু রামকৃষ্ণ মিশনে কুমারী পুজো না হলেও বাংলাদেশের অন্যান্য জায়গায় দুর্গাপুজো বেশ ধুমধাম করেই হবে। জানা গেছে ঢাকা রামকৃষ্ণ মিশনে বাদ দিয়ে, রামকৃষ্ণ মিশনের অন্যান্য যেসব শাখা গুলি রয়েছে, যেমন:- কুমিল্লা, বাগেরাহাট, নারায়ণগঞ্জ এই সব জায়গা গুলোতে প্রতিবারের ন্যায় এবারও কুমারী পূজা হবে।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে অন্যত্র চলে গিয়েছেন এবং বর্তমানের সেখানে অন্তর্বর্তীকালীন সরকার তার দায়িত্ব পালন করছেন। নতুন সরকারের মুখ্য উপদেষ্টা শেখ ইউনুস হিন্দুদের সুরক্ষা নিয়ে ভরসা দিয়েছেন সাধারণ জনগণকে। তবে ভরসা দেওয়ার পরেও বাংলাদেশের হিন্দুরা আদৌ কতটা সুরক্ষিত থাকবেন তা নিশ্চিত নয়।
বাংলাদেশের “ইনসাফ কায়েমকারি ছাত্র জনতা” একটি মুসলিম সংগঠন দাবি করেছিলেন, দুর্গাপূজার সময় কোনো ছুটি দেওয়া যাবে না। অন্যদিকে হিন্দুরা দুর্গাপুজোর সময় তিনদিন ছুটির আবেদন রেখেছেন। বাংলাদেশ সরকার সেই দাবি মেনে নিয়েছেন। সরকারি কর্মীরা ছুটির খবর শুনে খুবই খুশি হয়েছেন।এই ছুটিতে আনন্দ করে সকল হিন্দুরা বেশ ভালোভাবেই দুর্গাপুজো কাটাবেন।