যে সময় মানুষ খোলামেলা পোশাকে সাদরে গ্রহণ করতে পারেননি, সেই সময়ে একের পর এক সাহসী পোশাকে ঝড় তুলেছিলেন মহানায়িকা সুচিত্রা সেনের কন্যা মুনমুন সেন! কী প্রতিক্রিয়া ছিল তার মায়ের? সেই বিষয়ে জানবো এই প্রতিবেদনে। সময়টা আশির দশকের, টলিউড ও বলিউডে সমানতালে কাজ করেছিলেন মুনমুন।
নিজের দক্ষতার দ্বারা জায়গা করে নিয়েছিলেন ইন্ডাস্ট্রিতে। যে কোনো সাহসী পোশাকে সাবলীলভাবে ধরা দিয়েছিলেন তিনি। তবে সুচিত্রা সেনের মেয়ে হওয়ার কারণে একাধিকবার কটাক্ষের সম্মুখীন হতে হয়েছিল তাকে। যদিও মহানায়িকা কিন্তু ছিলেন বরাবরই খোলামেলা মনের মানুষ।
তাইতো পরিবারের সদস্যদের ওপর কোনো কিছু চাপিয়ে দেওয়ায় বিশ্বাসী ছিলেন না তিনি। সে কারণে তার মেয়ে যতই খোলামেলা পোশাক পরুক না কেন তাতে কোনো আপত্তি ছিল না অভিনেত্রীর। অন্যদিকে মুনমুনও এসব ব্যাপার নিয়ে খুব একটা বেশি মাথা ঘামাতেন না বরং স্পষ্ট উত্তর দিতেন সমালোচনার।
এই বিষয়ে ডিডি বাংলায় এক সাক্ষাৎকারে তিনি জানান খোলামেলা পোশাক বলতে সেই সময় ছিল সুইমিং স্যুট। তবে সেটা তিনি বরাবরই পরতেন। কারণ তার মা তাকে সাতারে ভর্তি করিয়ে দিয়েছিলেন। তাই তার মায়ের কাছে এই পোশাকটা খুব বেশি অস্বস্তিকর ছিল না।
মুনমুন সেদিন বলেন, ‘মা কোনোদিন সেভাবে পোশাক নিয়ে আমায় কিছু বলেননি, আমি সাঁতার শেখাতাম, তাই একটা শর্ট, একটা খোলামেলা পোশাককে আমার সাহসী বলে মনে হয়নি। তবে যে যাই বলুক সরাসরি কিন্তু আমায় এসে কেউ কিছু বলতেন না।’
আরও পড়ুন,
*Sonakshi Sinha: এখনও বিয়ে হল না, সোনাক্ষীর গলায় আক্ষেপের সুর!
*কেমোথেরাপির মাঝে আরেক নতুন রোগ বাসা বেঁধেছে শরীরে, চিন্তায় দিন কাটছে হীনার