করজোর করে শিবলিঙ্গকে প্রণাম করতে গিয়ে অষ্টধাতুর নাগমূর্তি নিয়ে চম্পট দিল চোর, জনপ্রিয় ভিডিও

kmc 20240918 185223 scS49mqN5E

দেশ বিদেশের অনেক জায়গায় চুরির ঘটনা প্রায়ই দেখা যায়। কোথাও এমন কোন দেশ বা রাজ্য নেই যে কোথাও চুরি হয় না। সোশ্যাল মিডিয়ার এক জনপ্রিয় ভিডিওতে দেখা মিলেছে এক অনুগামী চোরকে। ঘটনাটি দেখা গেছে বিহারের ছাপড়া জেলায়। ছাপড়া জেলায় একটি বটেশ্বর শিবলিঙ্গ আছে যা খুবই জাগ্রত। গেছে ১২ সেপ্টেম্বর মানে আগের দিনই সিসিটিভি ক্যামেরায় দেখা যায় এই আশ্চর্য চোরের ভিডিও। অন্য চোরের মত শুধু চুপিসারে চুরি করে পালায়নি চোর। শিবলিঙ্গের সামনে করজোড়ে প্রণাম করে তারপর ওটার চার ধারে জড়িয়ে রাখা অষ্টধাতুর নাগমূর্তি নিয়ে পালিয়ে যায় চোর। চুরি করার আগে এই ভক্তির কোলাহল পড়েছে, নেটপাড়ায়। আর এই ভিডিও সাথে সাথে জনপ্রিয় হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

খবরে জানা যায় পার্শ্ববর্তী ভগবান বাজার থানায় এই চুরির ঘটনার বিপক্ষে এফআইআর করা হয়েছে। আর এই ভিডিও জনপ্রিয় হতেই লোকজন প্রতিক্রিয়া জানাতে শুরু করেছে। অনেকে বলেছে এই ব্যক্তিটিকে কঠিন থেকে কঠিনতর সাজা দেওয়ার। আবার কেউ কেউ বলছেন চুরি করেছে হয়তো তার আর্থিক পরিস্থিতির কারণে।

যে এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে, তিনি এই ভিডিওর ক্যাপশনে লিখেছেন বিহারের বাবা ভোলানাথের সাথে প্রতারণা করা হয়েছে। এই চোর ভক্তি করার সময়ই মন্দিরের ভেতর থেকে টাকা পয়সা চুরি করে নেয়। এই ভিডিও দেখে কমেন্ট করে একজন নেটিজেন লিখেছেন যে ‘চুরি করার আগে তাকে দেখা যায় শিবলিঙ্গের সম্মুখে ভক্তি করতে, হতে পারে সে বলেছে যে তাকে যেন শিব ক্ষমা করে দেয়। এই ব্যক্তি হয়তো বাধ্য হয়ে চুরি করেছে।’
আবার অনেকে লিখেছে যে আজকাল মন্দিরেরও নিরাপত্তা নেই। আবার একজন তার প্রতি করুণা দেখিয়ে লেখেন যে এই দরিদ্র ব্যক্তির ওপর যেন ভগবান তার প্রতি দয়ালু হন। এবং তাকে যেন জীবনে সঠিক রাস্তা দেখান।

এই ব্যক্তি চুরি করছে অবশ্যই, কিন্তু তার শ্রদ্ধাতে কোন কমতি ছিল না, নেটিজেনরা এই কথা কেউ অস্বীকার করেছে না। অনেকে আবার তাকে অনুগত চোর বলে অভিহিত করছে।

আরও পড়ুন,
*শাহরুখ কন্যা সুহানার সঙ্গে ‘বিগ বি’ নাতি অগস্তার সম্পর্ক নিয়ে চর্চা তুঙ্গে, সম্পত্তির দিকে কে এগিয়ে আছেন?