স্বামীর মঙ্গল কামনায় স্ত্রী সিঁথিতে সিঁদুর পরেন, মাত্র ৫মিনিটে বাড়িতেই বানিয়ে ফেলুন ভেষজ সিঁদুর

Wife wears vermilion on sinthi to wish husband well, make herbal vermilion at home in just 5 minutes

হিন্দু রীতি অনুযায়ী বিবাহের পর স্বামীর মঙ্গল কামনায় স্ত্রী সিঁথিতে সিঁদুর পরেন। স্বামীর মঙ্গল কামনা ও দীর্ঘ জীবনের উদ্দেশ্যে সিঁদুর পরার চল রয়েছে। এছাড়া সিঁদুরকে শক্তি ও ভালোবাসার প্রতীক হিসেবে ধরা হয়। তবে সিঁদুর ব্যবহার করতে গিয়ে অনেকেই নানান সমস্যায় পড়েন। সিঁদুরে মেশানো নানানরকম রাসায়নিক যা ত্বকের ক্ষতি করে।

সিঁদুরে থাকা মারকিউরিক সালফেট ত্বকের ক্যানসারের কারণ হতে পারে। এর পাশাপাশি এটি থেকে চুল পড়ার সমস্যা দেখা দিতে পারে। এই সমস্ত সমস্যা থেকে মুক্তি পেতে বাড়িতে বানিয়ে ফেলুন সিঁদুর। তাতে ত্বক থাকবে সুন্দর ও চুল পড়ার ভয় থাকবে না।

উপকরণ – ভেষজ সিঁদুর তৈরি করার জন্য লাগবে হলুদ গুঁড়ো, লেবুর রস, কেওড়ার জল, ঘি, নুন ও চন্দনের গুঁড়ো।

প্রণালী – সমস্ত উপকরণ নিয়ে মিক্সিং জারে মিক্স করে নিন৷ মিক্স করার পর দেখবেন মিশ্রণ হলুদ থেকে লাল বর্ণ ধারণ করেছে। এরপর এই মিশ্রণ একটি কৌটোতে ভরে রাখুন। দীর্ঘদিন এটি ব্যবহার করতে পারবেন।

সিঁদুরে থাকা হলুদ একাধিক কাজে ব্যবহৃত হয়। বিভিন্ন গবেষণায় বলা হয়েছে, হলুদ মানসিক চাপ, উদ্বেগ, অবসাদ কমাতে সাহায্য করে। এর পাশাপাশি আমেরিকান জার্নাল অফ জেরিয়াট্রিক সাইকিয়াট্রি-এ প্রকাশিত এক গবেষণা জানিয়েছে, হলুদের মূল উপাদান কারকিউমিন স্মৃতিশক্তি বৃদ্ধিতে সাহায্য করে। এছাড়া স্মৃতি লোপের হাত থেকেও রক্ষা করে।