খুব শীঘ্রই নাকি বিয়ে করতে চলেছেন ক্রীড়া জগতের উজ্জ্বল নক্ষত্র সানিয়া মির্জা ও মহম্মদ শামি! এমনই জল্পনা সোশ্যাল মিডিয়া জুড়ে। এই দু’জনের জীবন নিয়ে নতুন করে কিছু বলার অপেক্ষা রাখে না। কর্মক্ষেত্রে সফল হলেও ব্যক্তিগত জীবনে তারা মোটেই সফল নন।
দীর্ঘদিনের দাম্পত্য সম্পর্ক ভেঙেছেন সানিয়া মির্জা এবং পাকিস্তানের ক্রিকেটার শোয়েব মালিক। নতুন করে সংসার শুরু করেছেন শোয়েব। অন্যদিকে আলিপুর আদালতে ডিভোর্স মামলা চলছে মহম্মদ শামি এবং স্ত্রী হাসিন জাহানের।
তার বিরুদ্ধে অভিযোগ গার্হস্থ্য হিংসা থেকে শুরু করে পরকীয়া ইত্যাদির। এরই মাঝে সোশ্যাল মিডিয়ায় জল্পনা খুব শীঘ্রই নাকি বিয়ে করতে চলেছেন সানিয়া এবং শামি। তবে আসল সত্যি হলো বাস্তবে তারা একে অপরকে চেনেনই না। এই বিষয় নিয়ে রীতিমতো ক্ষুব্ধ সানিয়ার বাবা ইমরান মির্জা।
তিনি বলেন, ‘এগুলো একদম ভুয়ো। আজ পর্যন্ত সানিয়া কখনও শামির সঙ্গে সাক্ষাৎ পর্যন্ত করেনি।’ সানিয়া কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে জানিয়েছিলেন তার হজযাত্রার সুযোগ হয়েছে। বলেন, ‘আমি চাই আরও ভালো মানুষ হিসেবে নিজেকে মেলে ধরতে। যেন আমার হৃদয় আরও দয়ালু হয় এবং ইমান আরও বেশি মজবুত হয়ে ওঠে।’
অন্যদিকে সানিয়া এবং শোয়েবের সন্তান ইজহানের দায়িত্ব রয়েছে সানিয়ার ওপর। আপাতত ছেলেকে নিয়েই জীবন কাটাচ্ছেন তিনি। ইতিমধ্যে বিদায় নিয়েছেন আন্তর্জাতিক টেনিসকেও। অন্যদিকে মহম্মদ শামিও নিজের খেলা নিয়েই ব্যস্ত রয়েছেন।