অমিতাভ বচ্চনের জনপ্রিয় শো কন বানেগা ক্রোরপতির কথা আমরা সকলেই জানি, সেদিন এই শো তে এসেছিলেন মানু ভাকের।
মানু ভাকের এবার অলিম্পিকে জোড়া পদক জেতেন, কন বানেগা ক্রোরপতিতে এসে তিনি তার অলিম্পিকে খেলার ইতিহাস বলেন। জানেন কি মানু ভাকের কৌন বনেগা ক্রোড়পতিতে কী বলেছিলেন?
কৌন বনেগা ক্রোড়পতি শো তে আগামীকাল অর্থাৎ ৫ই সেপ্টেম্বর মানু আসছেন, তারই সাথে থাকছেন আমান শেরাওয়াত। আমান শেরাওয়াত কুস্তিতে অলিম্পিক পদক জিতেছেন তাও আবার সবথেকে কম বয়সে। তারা শো তে আসায় আগামীকালের পর্বটির বিশেষ একটি নাম দেওয়া হয়েছে, যেটির নাম জিত কা জশন, পর্বটির নামটা যেমন আকর্ষণীয় তেমনি সুন্দর হতে চলেছে শো টি।
এটাই যে মানু ভাকেরের প্রথম কৌন বনেগা ক্রোড়পতিতে আসা তা কিন্তু একেবারেই নয়। ২০১৪ সালে মানুএই শোতে প্রথম আসেন, তখন তিনি বেশ কিছু কথা বলেন যেগুলো আবারো সোশ্যাল মিডিয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে।
আরও পড়ুন,
*PPF: আগামী মাস থেকেই কার্যকর হবে পিপিএফের তিনটি নতুন নিয়ম
তিনি যখন প্রথম অমিতাভ বচ্চনের এই শোতে এসেছিলেন, তখন তিনি নিজেই জানান তার মায়ের জন্যই তিনি অ্যাথলিট হয়েছেন, তার মায়ের খুব ইচ্ছে ছিল সে ভালো একজন অ্যাথলিট হবেন, তাই তিনি সর্বদা মানুকে সাপোর্ট করে এসেছেন। জানা গেছে জোড়া পদক জয়ী মানু ভাকের অনেক ছোট থেকেই অ্যাথলেটিক্সে যোগদান করেন এবং তার স্বপ্ন ছিল এখানেই সে জয়ী হবেন, আর হলেনও ঠিক তাই।
মানু যখন একটু বড় হয় তখন থেকেই তিনি স্বর্ণপদক জেতার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। তার মায়ের স্বপ্ন ছিল অ্যাটলিট হওয়ার কিন্তু তিনি সেটা হতে না পারায় বরাবরই চেয়েছেন তার মেয়ে যেন অ্যাথলিট হয়, তাই সমস্ত রকম পরিস্থিতিতে সব সময় মানুর পাশে থেকেছেন তার মা। ইচ্ছা শক্তি ও দক্ষতার জোরে সবশেষে মানু প্যারিস অলিম্পিক্সে গিয়ে পদক জেতেন।
আরও পড়ুন,
*বলিউডে একসময় জনপ্রিয় থাকলেও এখন বিশেষ দেখা যায় না সুমন রঙ্গনাথনকে