বাড়ি ফাঁকা পেয়ে তরুণীর সঙ্গে দেখা করতে এলেন প্রেমিক, বাবা মা চলে আসায় প্রেমিককে সুটকেসে পুরলেন তরুণী

বাড়ি ফাঁকা থাকায় প্রেমিকার সঙ্গে দেখা করতে এসেছিলেন প্রেমিক। কিন্তু সেইসময় বাড়ি ফিরে আসেন প্রেমিকার মা বাবা। আর ওইটুকু সময়ে প্রেমিককে লুকিয়ে রাখার এক মস্ত ফন্দি এঁটে ফেলেন ওই প্রেমিকা। ঘরে থাকা বাক্সর মধ্যে প্রেমিককে বন্ধ করে তালা লাগিয়ে দেন তিনি। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ঘটনাটি কোথায় ঘটেছে সেই সম্পর্কে কিছু জানা যায়নি।

এক সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়া প্রতিবেদন অনুযায়ী, ওই তরুণীর বাড়িতে কেউ না থাকায় সুযোগ বুঝে তার সঙ্গে দেখা করতে আসে ওই তরুণ। আর ঠিক সেই সময় ওই তরুণীর বাবা মা বাড়িতে এসে পড়েন। দরজায় ঢাক্কাঢাক্কি করতে থাকেন তারা। সেইসময় প্রেমিককে কোথায় লুকাতে বলবেন ভাবতে শুরু করেন তরুণী। শেষে ঘরে থাকা বাক্সের মধ্যে পুরে তালা দিয়ে দেন তিনি।

দরজা খোলার পর মেঝেতে জামাকাপড় পড়ে থাকতে দেখে তরুণীর বাবা মায়ের সন্দেহ হয়। এরপর তারা সুটকেস খোলার জন্য মেয়েকে জোর করতে থাকেন। বাবা মায়ের বকা খেয়ে অবশেষে সুটকেস খুলতে বাধ্য হন তিনি। সুটকেস খুলতেই তার মধ্যে থেকে বেরিয়ে আসেন প্রেমিক। এরপর চমকে যান তরুণীর বাবা মা।

ভিডিওটি এক্স হ্যান্ডেলে পোস্ট করার পরই ভাইরাল হয়ে গিয়েছে। বহু মানুষ ভিডিওটি দেখে ফেলেছেন। অনেকেই যেমন প্রতিক্রিয়া দিয়েছেন তেমনই মন্তব্য করেছেন। কেউ লিখেছেন, “আজব প্রেমের গাজব কাহিনি।”

error: Content is protected !!