খেলার শেষে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে কেনো হাত মেলাননি ভারতীয় ক্রিকেটারেরা? কারণ প্রকাশ্যে আনল ক্ষুদ্ধ পাকিস্তান ক্রিকেট বোর্ড

গতকাল ‘এশিয়া কাপ ২০২৫’-এ অনুষ্ঠিত হয়েছিল ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রিকেট ম্যাচ। আর সেই খেলা অনুষ্ঠিত হয় দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে। খেলায় জয় হয়েছে ভারতের। তবে খেলার পাশাপাশি আরও একটি বিতর্ক খেলা শুরুর থেকেই মাথাচাড়া দিয়ে উঠেছিল। আর তা হল ম্যাচ চলাকালীন কোনওসময়ই পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি ভারতীয় ক্রিকেটারেরা। আর এই ঘটনায় ক্ষুদ্ধ পাকিস্তান ক্রিকেট বোর্ড। তবে কার নির্দেশে হাত মেলাননি ভারতীয় ক্রিকেটারেরা?

এবার সেটিই প্রকাশ্যে আনল পাকিস্তানের ক্রিকেট বোর্ড৷ তারা একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্ট দুই দলের ক্রিকেটারদের হাত না মেলানোর নির্দেশ দেন। পাকিস্তান সেই নির্দেশ না মানলেও ভারতের ক্রিকেটারেরা সেই নির্দেশ মেনেছিলেন। আর তাই গোটা খেলার কোনওসময় ভারতীয় ক্রিকেটারদের পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাতে দেখা যায়নি।

আরও পড়ুন,
ফের ‘হইচই’তে ফিরছেন শুভশ্রী! কীসের ‘অনুসন্ধান’ করবেন তিনি? জানালেন এই পোস্টে

পাকিস্তানের ক্রিকেট বোর্ডের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, টসের সময় রেফারি পাইক্রফ্ট পাকিস্তান ও ভারতের অধিনায়কদের নির্দেশ দেন হাত না মেলানোর। এই নির্দেশ সলমন না মানলেও সূর্যকুমার মেনেছিলেন। খেলার শেষেও পাকিস্তানের ক্রিকেটারের সঙ্গে হাত মেলায়নি ভারতীয় ক্রিকেট দল। এই ঘটনায় পাকিস্তান ক্ষুদ্ধ। এর তীব্র প্রতিবাদ জানিয়ে তারা এই বিবৃতি প্রকাশ্যে রাখে।

আরও পড়ুন,
পাকিস্তানের জাতীয় সংগীত নয় বরং বেজে উঠলো ‘জলেবি বেবি’ গান! ভারত বনাম পাকিস্তান ম্যাচে একের পর এক চমক

যদিও এই ঘটনার ব্যাখ্যা খেলার শেষে দিয়েছেন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব। তিনি বলেন, “আমরা এখানে আসার সময়ই সিদ্ধান্ত নিয়েছিলাম যে খেলতেই আসছি। আমরা জবাব দিতে চেয়েছিলাম। ভারতীয় ক্রিকেট বোর্ড ও কেন্দ্রীয় সরকারের সঙ্গে আমরা একমত। কিছু কিছু বিষয় খেলোয়াড়ি মানসিকতার থেকেও বেশি হয়। আমরা পহেলগাম হামলায় নিহতদের পরিবারের পাশে রয়েছি। ভারতের সাহসী সেনাবাহিনীর পাশেও রয়েছি।”

খেলায় জিতে সূর্যকুমার তার সতীর্থ শিবম দুবেকে নিয়ে সোজা সাজঘরে ঢুকে যান এবং দরজা বন্ধ করে দেন। এদিকে পাকিস্তানের গোটা ক্রিকেট দল তখন মাঠে অপেক্ষা করছিল ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে করমর্দনের জন্য। আর এই ঘটনার পর ক্ষোভে ফুঁসছে পাকিস্তানের ক্রিকেট বোর্ড। যদিও ভারতীয় অধিনায়ক সূর্যকুমারের কথায় স্পষ্ট, তারা ইছে করেই এমন সিদ্ধান্ত নিয়েছিলেন।

error: Content is protected !!