জুবিন গর্গের মৃত্যুর পর তাঁর শেষ অভিনীত অসমিয়া ছবি ‘রই রই বিনালে’ মুক্তি পাচ্ছে ৩১ অক্টোবর। অসমসহ দেশজুড়ে ভক্তদের আবেগে ভাসছে সিনেমা হল।
সঙ্গীত জগতের উজ্জ্বল নক্ষত্র জুবিন গর্গ আর নেই। গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন তিনি। প্রথমে মৃত্যুকে স্বাভাবিক বলা হলেও, পরে উঠে আসে খুনের সম্ভাবনার ইঙ্গিত। তদন্ত এখনও চলছে।
জুবিনের প্রয়াণে শোকস্তব্ধ গোটা অসম রাজ্য। লক্ষ লক্ষ মানুষ ভিড় জমিয়েছিল তাঁর শেষযাত্রায়। প্রয়াত শিল্পীর প্রতি শ্রদ্ধা জানিয়ে বাতিল করা হয়েছিল চলতি বছরের ব্রহ্মপুত্র ভ্যালি ফিল্ম ফেস্টিভ্যাল।
এই আবেগের মাঝেই বড় পর্দায় মুক্তি পেতে চলেছে জুবিনের শেষ অভিনীত অসমিয়া ছবি ‘রই রই বিনালে’। আগামী ৩১ অক্টোবর মুক্তি পাবে ছবিটি। প্রয়াত শিল্পীর স্ত্রী জানিয়েছিলেন, মৃত্যুর আগে ছবিটিতে অভিনয় করেছিলেন তিনি।
অসমে অন্তত ৯০টি হলে মুক্তি পাচ্ছে সিনেমাটি, যার মধ্যে ৪৬টি শহরের নাম ইতিমধ্যেই নিশ্চিত। প্রথম দিনের সব শো-এর টিকিট বিক্রি হয়ে গেছে। দর্শকের ভিড় সামলাতে সকাল ছয়টা ও রাত বারোটার বিশেষ শো রাখা হয়েছে।
অসম সরকার ছবিটিকে করমুক্ত ঘোষণা করেছে। পাশাপাশি ছবির জিএসটি রাজস্ব জুবিন গর্গ ফাউন্ডেশনের হাতে তুলে দেওয়া হবে। শুধু অসম নয়, কলকাতা, মুম্বই, দিল্লি, বেঙ্গালুরু ও হায়দরাবাদেও মুক্তি পাবে সিনেমাটি।
এই ছবিতে একজন অন্ধ গায়কের চরিত্রে দেখা যাবে জুবিনকে। ছবির কাহিনি, গান ও সুর সবই তাঁর সৃষ্টি। প্রয়াত শিল্পীর ইচ্ছা অনুসারে ৩১ অক্টোবরই মুক্তির দিন নির্ধারণ করা হয়েছে। তিন বছরের পরিশ্রমের ফসল এই সিনেমা নিঃসন্দেহে জুবিন গর্গকে চিরকাল মানুষের মনে অমর করে রাখবে।
#ZubeenGarg #RoiRoiBinale #AssameseCinema #ZubeenGargMovie #ZubeenGargLegacy #AssamNews #IndianMusic #FilmRelease #TributeToZubeen #EntertainmentNews
