নতুন অধ্যায়ের সূত্রপাত! বালাজির আশীর্বাদ নিতে পৌঁছলেন প্রিয়াঙ্কা, ভাগ করে নিলেন ছবি

Picsart 25 01 22 11 25 34 397 zWRq3wIA5T JQq6pS3H9a 150x150 0XYlb7চিল্কুরের বালাজি মন্দিরে আশীর্বাদ নিতে পৌঁছেছিলেন বলিউড-হলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া! সেখানে গিয়ে মন্দির পরিক্রমা করেছেন তিনি। ঈশ্বরের কাছে মনের কামনা জানিয়েছেন। আর সেই ছবি পোস্ট করেছেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। ছবিতে দেখা যাচ্ছে ভীষণই সাধারণ সাজে সেখানে পৌঁছেছিলেন তিনি। মন্দিরে গিয়ে পুরোহিতের সাথে কথা বলেন এবং ঈশ্বরকে প্রণাম করেন। এদিন ছবিগুলো পোস্ট করে তিনি লিখেছেন, … Read more

error: Content is protected !!