গ্রহদের নক্ষত্রে গমনের ফলে একাধিক রাশির উপর যেমন খারাপ ফল আনে তেমনই একাধিক রাশির উপর ভালো ফল নিয়ে আসে। আর তাই দেখা যায় গ্রহদের পরিবর্তনের ফলে বিভিন্ন রাশির জাতকদের মধ্যে নানান পরিবর্তন আসে। তেমনই বৃহস্পতি হলো এমন একটি গ্রহ যার কৃপায় অনেকেই সুফল পায়৷ বৃহস্পতিকে জ্ঞান, শিক্ষক, সন্তান, শিক্ষা, ধর্মীয় কাজ, পবিত্র স্থান, সম্পদ, দান, পূণ্য-এর জন্য দায়ী করা হয়।
আগামী ১১ই জুন বৃহস্পতি গ্রহের নক্ষত্র পরিবর্তন হতে চলেছে। আর এরফলে একাধিক রাশির উপর তার প্রভাব পড়তে চলেছে। রোহিণী নক্ষত্রে পড়তে চলেছে বৃহস্পতি। কিছু রাশির জন্য সৌভাগ্য বয়ে আনবে। আর সেদিন থেকে শুরু হবে শুভ দিন। তবে জেনে নিন কোন কোন রাশির জাতকদের জন্য শুভ দিন হতে চলেছে বৃহস্পতির রোহিণী নক্ষত্রে গমন-
সিংহ রাশি – সিংহ রাশির জাতকদের উপর প্রভাব পড়বে৷ এই সময়ে এই রাশির জাতকদের পারিবারিক সম্পর্ক সুন্দর হবে। যারা চাকরি খুঁজছেন তারা সফল হবেন। যেমন আত্মবিশ্বাস বাড়বে তেমনই একাধিক সম্পর্ক সুন্দর হবে। আর্থিক বিষয়ে সাফল্য অর্জন করবেন। সমাজে সম্মান বাড়বে। এর পাশাপাশি পদ ও মর্যাদা বৃদ্ধি পাবে।
মেষ রাশি – এই রাশির জাতকদের আর্থিক দিক থেকে শক্তিশালী করবে। যারা ব্যবসার সঙ্গে যুক্ত তারা উন্নতির সম্ভাবনা দেখবেন। সাহস ও বীরত্ব পাবেন। ভাই ও বোনের সাহায্য পাবেন। এর পাশাপাশি সম্মান, পদ ও প্রতিপত্তি বাড়বে। কাজ করলে তা সফল হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা চাকরি খুঁজছেন ও যারা ব্যবসা করেন তাদের জন্য সময়টি শুভ। এর পাশাপাশি কাজের প্রশংসা পাবেন। বিবাহিত জীবন হবে সুখের।
মিথুন রাশি – বৃহস্পতির রোহিণী নক্ষত্র গমনে মিথুন রাশির জাতকদের উপর ভালো প্রভাব পড়তে চলেছে। চাকরি ও ব্যবসার জন্য সময়টি শুভ হতে চলেছে। এর কাজে সম্মান পাবে। দাম্পত্য জীবন হবে সুখের। যারা চাকরি খুঁজছেন তারা সুখবর পেতে পারেন। এর পাশাপাশি পদোন্নতি ও আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। লেনদেনের জন্য সময়টি শুভ।