Aadhar card update: ১০ বছর পেরিয়ে গেছে আধার কার্ডের মেয়াদ, জেনে নিন বিনা খরচে আপডেট করবেন কিভাবে?

Aadhar card update: প্রতি ১০ বছর পরে আধার কার্ড আপডেট করার জন্য বলেছে কেন্দ্র। প্রশাসন বলেছে জুন মাসে বিনামূল্যে আধার কার্ড আপডেট করার সময় বাড়িয়েছে। চলতি বছরের অন্তিম সময় ১৪ই মার্চ পর্যন্ত সময় বাড়িয়েছে। পরে ওটা বাড়িয়ে জুন মাস করা হয়েছিল। এরপর আবার ১৪ই সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়। অর্থাৎ আর কয়েকদিন এই সুবিধা থাকবে।

আধার কার্ডে নিজের পরিচয় ও নানান খবর সঠিকভাবে ঠিক রাখতে মানুষ পারবেউপক্রম, সেই উপক্রম। অবাধে আপডেটের টাইম বাড়ানোর সময় ইউআইডিএআইয়ের তরফ থেকে বলা হয়েছে আধার কার্ড আপডেট করা এবং তার সহায়তা সব রকম সরকারি ও নানান পরিষেবা সঠিকভাবে পেতে পারে তা নিশ্চিন্ত করাই প্রধান লক্ষ্য। তার জন্যই সময় বাড়ানো হয়েছে। তবে এইসব তারিখের পরেও আধার কার্ড আপডেট করা যাবে। তবে তার জন্য ৫০ টাকা খরচ হবে।

তারপর নিজের আধার কার্ড নাম্বার দিতে হবে। আপনার রেজিস্টার মোবাইলে ওটিপি আসবে। এবার প্রোফাইলে ঢুকে দেখে নিতে হবে ঠিকানা সহ সব তথ্য ঠিক আছে কিনা।
যদি কোন তথ্য আপডেট পাল্টাতে চায় তাহলে ড্রপ ডাউন মেনু থেকে উপযুক্ত ডকুমেন্ট টাইপটি বেছে নিয়ে প্রয়োজনীয় তথ্য আপলোড করতে হবে। সেটা JPEG, PNG, বা PDF যে কোনো বিন্যাস থাকতে পারে। তবে কখনো যেন নথি ২ MB -এর বেশি না হয়।

আপডেটের অনুরোধ জমা পড়লে আপনি একটি এসআরএন ( সার্ভিস রিকোয়েস্ট নাম্বার) পাবেন। নিজের কাছে এই নাম্বারটি রেখে দিন। আপডেট সম্বন্ধে জানতে চাইলে এই নাম্বারটি দিয়ে ট্র্যাক করতে পারবেন।

আরও পড়ুন,
*সিএবি-এর পক্ষ থেকে সেরা ক্রিকেটার পুরস্কার পেতে চলেছেন অনুষ্টুপ, জীবনকৃতি সম্মান পাবেন প্রণব