অন্ধ্রপ্রদেশের কুরনুলে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আগুন ধরে পুড়ে মৃত্যু অন্তত ১১ জনের। আহত বহু, তদন্ত শুরু পুলিশের।
অন্ধ্রপ্রদেশের কুরনুল জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় শুক্রবার ভোরে প্রাণ হারালেন অন্তত ১১ জন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, চিনাটেকুর এলাকার কাছে একটি বেসরকারি ট্রাভেলস বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের পর মুহূর্তের মধ্যেই বাসটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। আগুন দ্রুত গোটা বাসে ছড়িয়ে পড়ে, ফলে ঘটনাস্থলেই বহু যাত্রী দগ্ধ হয়ে মারা যান।
সরকারি সূত্রে খবর, দুর্ঘটনাটি ঘটে ভোর প্রায় সাড়ে তিনটার সময়। বাসটিতে তখন প্রায় ৪০ জন যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে ১৮ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। প্রত্যক্ষদর্শীদের মতে, আগুন প্রথমে বাসের সামনের অংশে ছড়িয়ে পড়ে, পরে তা পুরো গাড়িটিকে গ্রাস করে নেয়। প্রায় ১২ জন যাত্রী দরজা ভেঙে কোনও রকমে বেরিয়ে আসতে সক্ষম হন। আহতদের কুরনুল সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, দুর্ঘটনার সময় এলাকায় প্রবল বৃষ্টিপাত হচ্ছিল, যা সংঘর্ষের অন্যতম কারণ হতে পারে। আগুনে বাসটি সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গিয়েছে। দগ্ধ দেহগুলির পরিচয় নির্ধারণে সমস্যা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।
A major tragedy occurred early this morning on the Bengaluru–Hyderabad National Highway (NH-44) in Kurnool district.
A Volvo bus belonging to Kaleshwaram Travels caught fire and was completely gutted, turning into ashes within minutes. The bus was traveling from Bengaluru to… pic.twitter.com/H1EP29YbRw
— Ashish (@KP_Aashish) October 24, 2025
খবর
ইলন মাস্কের সঙ্গে আইনি লড়াইয়ের পর সমাজমাধ্যমে তথ্য সরানোর নিয়মে বড় বদল আনল কেন্দ্র
#AndhraPradesh #KurnoolAccident #BusFire #RoadAccident #BreakingNews #IndiaNews
