চলতি বছরের দুর্গা পুজোয় অর্থনীতির গ্রাফ বেড়েছে কয়েক হাজার কোটি টাকা, এর পিছনে রয়েছে বিশেষ কারণ, জানুন

প্রতি বছরের মতন এবছরেও কেটে গিয়েছে দুর্গা পুজো। গতকাল বৃহস্পতিবার ছিল দশমী। আর এইদিন বিকেল থেকেই গঙ্গার ঘাটে ঘাটে প্রতিমা নিরঞ্জনের পালা শুরু হতে থাকে। ধীরে ধীরে এগিয়ে আসতে থাকে একের পর দুর্গা প্রতিমা। ফের উমার শ্বশুর বাড়ি ফেরার পালা। ছেলেমেয়ে নিয়ে তিনি দীর্ঘ এক বছরের জন্য চলে যাবেন। দীর্ঘ একবছরের অপেক্ষায় বাঙালি। তবে বিষাদের মাঝেও মন ভালো করার বিষয়ও রয়েছে।

আর তা হল এবারের দুর্গা পুজোয় অর্থনীতি অনেকটাই সতেজ হয়েছে। ২০২৫ সালের হিসেব বলছে, দুর্গা পুজোর কারণে এক লাফে ১০ থেকে ১৫ শতাংশ বাণিজ্য বেড়েছে। চলতি বছরে সব মিলিয়ে ৪৫ থেকে ৫০ হাজার কোটি টাকার বাণিজ্য লাভ হয়েছে। এত বিপুল পরিমাণ লাভের কারণ কী? তার অন্যতম কারণ হিসেবে জানা গিয়েছে, চলতি বছরের পুজো।

আরও পড়ুন,
Akshay Kumar: সাইবার দুনিয়ায় হেনস্থার শিকার অক্ষয়ের মেয়ে নিতারা! নগ্ন ছবি চেয়ে মেসেজ

এবারের পুজোতে কর্পোরেট স্পনসরশিপ, বিভিন্ন শপিং মলে একাধিক মানুষের সমাগম এবং এর পাশাপাশি ভোগ্য পণ্যের উপর মানুষের ক্রমবর্ধমান ব্যয়ের জন্য এবছরের অর্থনীতি অনেকটাই ফুলেফেঁপে উঠেছে। এই তথ্য দিয়েছেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি এক সাক্ষাৎকারে সংবাদমাধ্যমকে জানান, “এবছর পুজোর অর্থনীতি নিশ্চিতভাবেই আরও শক্তিশালী আকার ধারণ করেছে। তবে এখনই নির্দিষ্ট কোনও অঙ্ক বলা কঠিন। আপাতত আমরা অপেক্ষা করব সমস্ত দপ্তর খোলার। তখনই সঠিক তথ্যটা পাওয়া যাবে।”

আরও পড়ুন,
Parineeti: অবশেষে ইউটিউব চ্যানেলে প্রথম ভিডিও দিলেন পরিণীতি! সাথে বিশেষ চমক স্বামী রাঘব

তিনি জানান, চলতি বছরে ১৫ শতাংশ অর্থনীতি বৃদ্ধির আশা তিনি অবশ্যই করছেন। এর পাশাপাশি চলতি বছরে বিদ্যুৎ-এর খরচ অনেকটাই বেশি হয়েছে। গত বছর ৯৯১২ মেগাওয়াট বিদ্যুৎ খরচ হলেও, এবার তা হয়ে দাঁড়িয়েছে ১২০০০ মেগাওয়াটের অনেক বেশি। বিশেষজ্ঞদের মতে, সবমিলিয়ে ৪৬ থেকে ৫০ হাজার কোটি টাকার লাভের মুখ দেখেছে রাজ্যের অর্থনীতি।

আরও পড়ুন,
Chhannulal Mishra: প্রয়াত ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের কিংবদন্তি পণ্ডিত ছান্নুলাল মিশ্র

error: Content is protected !!