‘সপ্তপদী’ দিয়ে শুরু ৩১তম কলকাতা চলচ্চিত্র উৎসব

৬ নভেম্বর থেকে শুরু হচ্ছে ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। উদ্বোধনী ছবি অজয় করের ‘সপ্তপদী’। থাকছে ৩৯ দেশের ২১৫টি সিনেমা ও একাধিক চমক।

আগামী ৬ নভেম্বর থেকে পর্দা উঠছে ৩১তম আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবের। এক সপ্তাহব্যাপী এই উৎসব চলবে ১২ নভেম্বর পর্যন্ত। এ বছরের উৎসবের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়, আর সঞ্চালনায় দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায় ও জুন মালিয়াকে।

মন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়েছেন, এ বার উদ্বোধনী ছবি হিসাবে দেখানো হবে অজয় কর পরিচালিত উত্তম কুমার–সুচিত্রা সেন অভিনীত কালজয়ী সিনেমা ‘সপ্তপদী’ (১৯৬১)। মোট ৩৯টি দেশ থেকে বাছাই করা ২১৫টি ছবি প্রদর্শিত হবে, যার মধ্যে রয়েছে ১৮৫টি পূর্ণদৈর্ঘ্যের ও ৩০টি স্বল্পদৈর্ঘ্যের ছবি।

১৮টি ভারতীয় ভাষা ও ৩০টি বিদেশি ভাষার ছবি থাকবে উৎসবে। প্রদর্শিত হবে কোঙ্কনি, বোরো, তুলু, সাঁওতালি–সহ বিভিন্ন উপভাষার সিনেমা। প্রতি বছরের মতো এ বারেও থাকছে জনপ্রিয় অনুষ্ঠান ‘সিনে আড্ডা’, যার নাম দিয়েছেন মুখ্যমন্ত্রী—‘গানে গানে সিনেমা’।

এই বছর বিশেষভাবে উদ্‌যাপন করা হবে ঋত্বিক ঘটক, গুরু দত্ত, সন্তোষ দত্ত, রাজ খোসলা, সলিল চৌধুরী এবং রিচার্ড বার্টনের শতবর্ষ। বিশেষ সম্মান জানানো হবে শ্যাম বেনেগাল, ডেভিড লিঞ্চ, অরুণ রায়, রাজা মিত্র ও শশী আনন্দকে।

‘শোলে’-র ৫০ বছর উপলক্ষে ‘সত্যজিৎ রায় মেমোরিয়াল লেকচার’ দেবেন পরিচালক রমেশ সিপ্পি। এছাড়া সমসাময়িক ১৫টি আন্তর্জাতিক ছবির প্রথম প্রদর্শন হবে এই উৎসবে। ঋত্বিক ঘটকের শতবর্ষে দেখানো হবে তাঁর একাধিক ছবি—‘অযান্ত্রিক’, ‘মেঘে ঢাকা তারা’, ‘বাড়ি থেকে পালিয়ে’, ‘কোমল গান্ধার’ ও ‘তিতাস একটি নদীর নাম’।

এই উৎসবের মঞ্চে থাকবে তারকার মেলা, সিনেমার ইতিহাস আর নতুন প্রজন্মের সৃজনশীলতার উজ্জ্বল মেলবন্ধন।

বিনোদন
‘চোখের জলে’ গান গেয়ে প্রয়াত জুবিনকে শ্রদ্ধা জানালেন দেব

#KolkataFilmFestival #KIFF2025 #Saptapadi #MamataBanerjee #UttamSuchitra #RitwikGhatak #IndianCinema #BengaliCinema #ArupBiswas #RameshSippy

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক