শ্রাবণ মাস হলো মহাদেবের প্ৰিয়মাস। তাইতো তাকে তুষ্ট করতে এই মাসের প্রত্যেক সোমবার তার মাথায় জল ঢালেন ভক্তরা। তবে এই মাসেই আরো বিশেষ একটি জিনিস লক্ষ্য করা যায়। যেটি হলো সবুজ কাঁচের চুড়ি পরা। বিবাহিত থেকে শুরু করে অবিবাহিত সব মেয়েরাই হাতে কাঁচের চুড়ি পরে ভগবানের আরাধনা করছেন।
তবে আপনি কি জানেন কি কারণে শ্রাবণ মাসে মহিলারা কাঁচের চুড়ি পরে থাকেন? আজ আমরা সেই বিষয়েই জানবো এই প্রতিবেদনে। হিন্দু পুরাণ অনুযায়ী একসময় কোনো এক অভিশাপের কারণে দেবী পার্বতী তার স্বামী শিবের কাছ থেকে আলাদা হয়ে গিয়েছিলেন। তাকে ফিরে পাওয়ার জন্য কঠোর উপবাস পালন করেন তিনি।
একইসাথে হাতে সবুজ কাঁচের চুড়ি পরেছিলেন তার ভালোবাসা এবং ভক্তির প্রতীক হিসেবে। তবে এই বিষয়টি সম্পর্কে কিছুই জানতেন না মহাদেব। তিনি যখন বনে বনে ঘুরে বেড়াচ্ছিলেন তখনই দেখেন হাতে সবুজ চুড়ি পরা এক সুন্দরী মহিলা। এরপর তিনি জানতে পারেন ওই মহিলা হলেন দেবী পার্বতী।
আরও পড়ুন,
*অকালমৃত্যুর ভয় কেটে যাবে, শ্রাবণের প্রতি সোমবার কি ভাবে করবেন শিব পুজো? জানুন
যখন তিনি তার কঠোর প্রার্থনার কথা জানতে পারেন তখন দেবীকে গ্রহণ করেন এবং তার ভালোবাসায় সন্তুষ্ট হয়ে তাকে একটি বর প্রদান করেন। দেবী পার্বতী তখন বর হিসেবে চেয়েছিলেন যেসব মহিলারা শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরবে তারা যেন তার মতো সুখী এবং সমৃদ্ধ বিবাহিত জীবন লাভ করে।
আর তার সেই ইচ্ছেপূরণ করেছিলেন দেবাদিদেব। তাইতো হিন্দু ধর্মমতে অনেক বিবাহিত এবং অবিবাহিত মহিলারা এই মাসে কাঁচের চুড়ি পরে থাকেন। বিশেষ করে এই বিষয়টি উত্তরপ্রদেশ এবং বিহারে বেশি লক্ষ্য করা যায়। তবে ধীরে ধীরে সেটি বাংলাতেও ছড়িয়ে পড়েছে।
আরও পড়ুন,
*মেয়ে ইনস্টাগ্রামে থাকুক, চাননি রণবীরের দিদি ঋদ্ধিমা কাপুর! কেন?