ফের বিশ্ব দরবারে বাংলার জয়জয়কার! সেরার সেরা সম্মানে ভূষিত হল এই ৩ বাংলা সিনেমা

ফের বিশ্ব দরবারে বাংলার জয়জয়কার! এবার ‘ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ মেলবোর্ন’এ স্থান পেল বাংলার তিনটি সিনেমা। আসুন তাহলে জেনে নেওয়া যাক এই তিনটি সিনেমা সম্পর্কে। এই বছর মেলবোর্নে আয়োজিত হয়েছিল ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল। যেখানে বাংলার তিনটি সিনেমার মধ্যে রয়েছে সৃজিত মুখার্জির ‘পদাতিক’, মধুরিমা সিনহা পরিচালিত ‘দ্য কালার ইয়েলো’ এবং সুমন ঘোষের ‘কাবুলিওয়ালা।’

পদাতিক: এই সিনেমাটি পরিচালনা করেছেন সৃজিত মুখার্জি। যেখানে অভিনয় করেছেন ওপার বাংলার চঞ্চল চৌধুরী, মনামী ঘোষ প্রমুখ। মৃণাল সেনের জীবনী নিয়ে তৈরি হয়েছে এই সিনেমা। যেখানে সামাজিক প্রত্যাশা ও মানবিক সম্পর্কের জটিলতাকে নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে। যারা মৃণাল সেনের জীবন সম্পর্কে জানতে আগ্রহী তারা অবশ্যই এই সিনেমাটি দেখুন।

কাবুলিওয়ালা: রবীন্দ্রনাথ ঠাকুরের ‘কাবুলিওয়ালা’ গল্পকে সিনেমার আকারে তুলে ধরেছেন সুমন ঘোষ। যেখানে অভিনয় করেছেন বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী এবং ‘মিঠাই’ খ্যাত অনুমেঘা কাহালী। আন্তর্জাতিক মঞ্চে এই সিনেমা জনপ্রিয়তা লাভ করেছে।

দ্য কালার ইয়োলো: এই সিনেমার মূল কাহিনীতে দেখানো হয় পাচার হওয়ার পর সেখান থেকে বেঁচে যাওয়া এক মেয়ের জীবন কাহিনী। কীভাবে সে নতুনভাবে বাঁচার আশা নিয়ে সমাজের সমস্ত প্রতিকূলতার বিরু লড়াই করবে তারই গল্প সেখানে তুলে ধরা হয়েছে। যা পরিচালনা করেছেন মধুরিমা সিনহা।

আরও পড়ুন,
*‘নষ্ট হয়ে যেতে পারে’, অর্জুনের সঙ্গে বিবাহ বিচ্ছেদের গুঞ্জন, মনের কথা জানালেন সৃজা