‘আমার ভিতরের রাগ ও হিংসেকে …’, নববধূ সোহিনী থমথমে মুখে কি কথা বললেন? কেনই বা বলেন?

টলি পাড়ার বড় পর্দার অভিনেত্রী সোহিনী সরকার। সম্প্রতি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। বড় পর্দায় একাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি। তার অভিনয় সকলকে মুগ্ধ করে। সম্প্রতি গায়ক ও বন্ধু শোভন গাঙ্গুলিকে বিয়ে করেছেন সোহিনী। বিয়ের পর কেটেছে কয়েকটি দিন৷ নতুন কাজের জন্য নতুন উদ্যমে দেখা যাবে তাকে।

এরই মাঝে তার একটি পডকাস্টের ভিডিও ভাইরাল হয়েছে। আর সেই ভিডিওতে সোহিনীকে স্পষ্টভাবে কথা বলতে দেখা গিয়েছে। যারা অভিনয়ের সঙ্গে যুক্ত তারা অনেক বেশি স্পর্শকাতর। পাঁচজন সাধারণ মানুষের দুঃখ ও যন্ত্রণার থেকে তাদের সেই অনুভূতিগুলি অনেক বেশি।

গায়ক যেমন গানে, লেখক তার লেখনীতে, শিল্পী তার ছবিতে মনকে উজাড় করে দেন। তেমনই যারা অভিনয় জগতের সঙ্গে যুক্ত তারা অভিনয়ে নিজেকে উজাড় করে দেন। সোহিনী জানান, “আমি এমন কিছু কাজ করতে চাই, যেটা আমার ভিতরের রাগকে বের করতে পারে। আমার ভিতরের হিংসেকে বের করতে পারে। আমার বিরক্তিকে কমাতে পারে।”

সোহিনীর মতে এসি ঘরে ঢুকলে বিরক্তি দূর হয় না। চারপাশে ঘটে যাওয়া অশান্তিকে এভাবে ভুলে যাওয়া যায় না। তিনি বলেন, “আমার জীবনে একটা ভাল প্রেম আছে মানেই আমি ভাল আছি, এমনটা কিন্তু ঠিক নয়। মানুষ একা বাঁচতে পারেন না।”

তার কথায়, “সমাজ তৈরি হয়েছে চারপাশের মানুষকে নিয়ে থাকার জন্য। সেই চারপাশের মানুষগুলোই যদি ভাল না থাকে, আমি কীভাবে ভাল থাকব। তাই সেই খারাপ থাকা থেকে তৈরি হওয়া বিরক্তি বের করার জন্য কাজ করতে চাই।”

আরও পড়ুন,
*সৌমিতৃষার হৃদয় জিততে হলে কি করতে হবে? নিজেই জানালেন মিঠাই রানি