‘কড়া পদক্ষেপ নেওয়া উচিৎ’, আর.জি কর কাণ্ড নিয়ে মুখ খুললেন সৌরভ গাঙ্গুলী

কয়েকদিন আগেই আর.জি কর হাসপাতালে যে পৈশাচিক ঘটনা ঘটেছে তা নিয়ে উত্তাল হয়েছেন রাজ্যবাসী। রাজপথে নেমেছেন সমস্ত ডাক্তার থেকে শুরু করে সাধারণ মানুষ এবং তারকারাও। সকলেই চাইছেন অপরাধীদের কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক। সেই নিয়ে মুখ খুলেছেন সৌরভ গাঙ্গুলী।

প্রয়োজনীয় বিচারের কথা তুলে তিনি বলেন ‘খুবই দুর্ভাগ্যের। কড়া পদক্ষেপ নেওয়া উচিত। এর বিরুদ্ধে কড়া শাস্তির ব্যবস্থা করা উচিত। ভয়ানক। সত্যি ভয়ানক। সব জায়গায় সব কিছু সম্ভব। তাই সেভাবে সিসিটিভি ক্যামেরা, নিরাপত্তা ব্যবস্থা রাখা উচিত। এটা যে কোনো জায়গায় হতে পারে। ঘটনাচক্রে হাসপাতালে ঘটেছে। এটা ঠিক নয়। খুব খুব ভুল।’

আরও পড়ুন,
*‘শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা চলছে’, আর জি কর কাণ্ড নিয়ে প্রতিবাদ রুদ্রনীলের

এরপর তার কাছে যখন মেয়েদের নিরাপত্তা প্রসঙ্গে প্রশ্ন করা হয় তখন তিনি বলেন, ‘আমার মনে হয় না একটা ঘটনাকে কেন্দ্র করে সমস্ত কিছুকে নিরাপদ নয় বলে মনে করাটা ঠিক। এটা একটা দুর্ঘটনা, যা পৃথিবীর সমস্ত প্রান্তে ঘটছে। তবে এটাকে বন্ধ করতে হবে। খুব ভুল।’

একইসাথে বলেন, ‘মেয়েদের নিরাপত্তা পশ্চিমবঙ্গ, ভারতের সমস্ত জায়গায় আছে। খুব ভালো একটা দেশ। পশ্চিমবঙ্গও ভালো রাজ্য। একটা দুর্ঘটনা দিয়ে বিচার করা উচিত নয়। কিন্তু কড়া পদক্ষেপ করতেই হবে।’ উল্লেখ্য, রাজ্যের এই ঘটনায় লজ্জিত সকলে।

আরও পড়ুন,
*আরজি কর কাণ্ডের পরই পুরুষ চরিত্র নিয়ে বিতর্কিত মন্তব্য গুলশনারা, ‘আনফ্রেন্ড’ করার হিড়িক টলিপাড়ায়

হাসপাতাল চত্বরেই যদি মেয়েদের নিরাপত্তা না থাকে তাহলে রাস্তাঘাটে কী অবস্থা হবে তাদের এই বিষয়ে প্রশ্ন খুলেছেন সকলে। ইতিমধ্যে ডাক্তারি পড়ুয়ারা কর্মবিরতির ডাক দিয়েছেন। বন্ধ রয়েছে সংশ্লিষ্ট হাসপাতালের জরুরী বিভাগও। তাদের দাবী নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং ঘটনায় জড়িত অপরাধীদের শাস্তি দিতে হবে।

আরও পড়ুন,
*‘জানো আমার মা কে?’ মাত্র ৪ বছর বয়সেই হুমকি ইউভানের, কি জানালেন শুভশ্রী?