সৌরভ গাঙ্গুলীকে চেনেন না এমন লোক গোটা দেশে খুঁজে পাওয়া যাবে না। তিনি একজন নামকরা ক্রিকেট খেলোয়াড়, খেলার জগত থেকে বিরতি নেওয়ার পর ,সৌরভ গাঙ্গুলী জি বাংলার মঞ্চে “দাদাগিরি” নামে একটি শো পরিচালনা করেন। দাদাগিরি থেকেই সৌরভ গাঙ্গুলীকে সবাই ‘দাদা’ নামে এক ডাকে চেনেন।
আর জি কর হসপিটালের কর্মকাণ্ড নিয়ে সৌরভ গাঙ্গুলী যেসব কথা বলেন তা সত্যিই দৃষ্টিকটু। তিনি বলেন এই ঘটনাটি নাকি একটি “বিচ্ছিন্ন” ঘটনা। এমন মন্তব্য করার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় এটা নিয়ে ঝড় উঠে গেছে। উঠেছে নানান প্রশ্ন, চারিদিকে সমালোচনার পাহাড় গড়ে উঠেছেন। তাকে নানান কটাক্ষের শিকার হতে হয়, শুধুমাত্র তাই নয় তার মেয়ে সানা গাঙ্গুলী এবং স্ত্রী ডোনা গাঙ্গুলি কেউ সমালোচনার মুখে পড়তে হয়েছে।
এরপর সৌরভ গাঙ্গুলী বলেন, তিনি ওভাবে বলতে চাননি বিষয়টা অন্যভাবে দেখা হচ্ছে। তিনি বলেন তিনি বরাবরই এই ঘটনাকে একটি ভয়ানক ঘটনা বলে এসেছেন। সৌরভ গাঙ্গুলী জানান এই ঘটনাকে ধিক্কার জানাই, এটি খুবই ভয়ানক একটি কান্ড, কেস এখন সিবিআই এর হাতে রয়েছে তাই আমি চাই দোষীদের খুঁজে বের করে খুব তাড়াতাড়ি শাস্তি দেওয়া হোক। তিনি বলেন এইরকম ঘটনা যে শুধু পশ্চিমবঙ্গেই হয় তেমনটা না গোটা দেশেই এরকম নিকৃষ্ট ঘটনা হয়ে থাকে, তবে এই ঘটনার বিরুদ্ধে সকলকে রুখে দাঁড়াতে হবে।
তবে সৌরভ গাঙ্গুলী এও বলেন, এই ঘটনার উপরে ভিত্তি করে সকল ডাক্তারদের যে একটানা ধর্মঘট চলছে এতে প্রচুর রোগীদের সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। রোগীরা চিকিৎসকদের উপরে নির্ভরশীল তাই এই ধর্মঘট ভালোর থেকে বেশি খারাপই হচ্ছে।
সৌরভ গাঙ্গুলীর মন্তব্য শুনে নেটিজেন্ডরা নানান প্রশ্ন তোলেন, কেউ বলেন , এই ঘটনা যদি তার মেয়ের সানার সাথে হতো তাহলেও কি তিনি “বিচ্ছিন্ন “ঘটনাই বলতেন? কেউবা বলেন তিনি তার মেয়েকে ভারতের বাইরে ইংল্যান্ডে রেখে দিয়েছেন, কেনো তাকে কলকাতায় আনছেন না। এই ধরনের আরো নানান সমালোচনা হতে থাকে।
আরও পড়ুন,
*শীনালের সঙ্গে যীশু পরকীয়, ঘর ভাঙছে নীলাঞ্জনার, চমকে দেওয়ার মত কাজ করে বসল কনিষ্ঠ কন্যা জারা