‘কোনও মানুষকে যেন জানোয়ার …’, হঠাৎ যে কারনে চটলেন অভিনেত্রী অপরাজিতা

কয়েকদিন ধরে আর.জি কর নিয়ে উত্তাল হয়ে রয়েছে পশ্চিমবঙ্গ তথা গোটা দেশ। এরই মাঝে আরো এক মর্মান্তিক খবর উঠে এসেছে। ঝাড়গ্রামে গর্ভবতী হাতির পিঠে ঢুকিয়ে দেওয়া হয়েছে জ্বলন্ত রড। যার ফলে মৃত্যু হয়েছে সেই হাতিটির। ইতিমধ্যে নিন্দার ঝড় উঠেছে বিষয়টি নিয়ে। একাধিক তারকারা মুখ খুলেছেন।

আর এবার এই নিয়ে নিন্দায় সরব অভিনেত্রী অপরাজিতা আঢ্য। লেখেন, ‘কোনও মানুষকে যেন জানোয়ার বলে গালাগাল না দেওয়া হয়। কারণ, জানোয়ার মানুষের থেকে অনেক ভালো। কিছু মানুষ গালাগালির পর্যায়ে পড়ে না তার ঊর্ধ্বে। যারা ঈশ্বরকে ভয় পায় না। যারা ভাবে ঈশ্বর খায় না গায়ে মাখে।’

আরও যোগ করেন, ‘যে মানুষেরা কাউকে ছাড়ে না একটা হাতিকে পর্যন্ত ছাড়ে না, এইভাবে একজন প্রেগন্যান্ট হাতিকে মেরে ফেলে। তাহলে মানুষ কোন জায়গায় গেছে বুঝতে পারছেন। আর কিছুদিন পরে কিছু বিকৃত মস্তিষ্কের মানুষ মানুষকে চিবিয়ে খাবে তার নমুনা দিন দিন তৈরি হচ্ছে।’

একইসাথে তিনি দোষ দিয়েছেন বনদপ্তরকে। প্রশ্ন তুলেছেন যখন এই অমানবিক ঘটনা ঘটেছে তখন বনদপ্তর কী করছিল? আঙুল চুষছিল নাকি হাতির মাংস খাবেন বলে বসছিল? এক কথায় বলতে গেলে বিষয়টি নিয়ে ভীষণই ব্যথিত হয়েছেন তিনি। তাইতো তিনি সকলকে ডাক দিয়েছেন এই বর্বরতার বিরুদ্ধে লড়াই করার জন্য।

উল্লেখযোগ্য, বরাবরই ঠোঁটকাটা স্বভাবের বলে পরিচিত অপরাজিতা। তার যদি কোনো বিষয় খারাপ লাগে সেটা বলতে কখনোই ভয় পান না তিনি। যার ফলে অনেকের সাথেই তার সম্পর্ক ভালো যায় না। তবে তিনি সর্বদাই সত্যের পাশে থাকতে পছন্দ করেন।

আরও পড়ুন,
*যৌন শোষণ, পদে পদে হেনস্থার শিকার মেয়েরা, মলয়ালি ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে চাঞ্চল্যকর রিপোর্ট

error: Content is protected !!
শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক