টলি পাড়ার অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। তিনি অভিনেত্রী হলেও তার সোশ্যাল হ্যান্ডেলে তিনি শুধু সিনেমা বা ফটোশ্যুটের ছবি ও ভিডিও পোস্ট করেন না। তার পাশাপাশি আমাদের দেশে ঘটে যাওয়া নানান ঘটনা নিয়ে সরব হন তিনি। যেটিতে প্রতিবাদ করার দরকার তাতে প্রতিবাদ করেন এবং যেটি প্রশংসার দাবি রাখে তা প্রশংসা করতেও ভোলেন না তিনি। কিছুদিন আগে বাংলাদেশে ঘটে চলা অরাজকতা নিয়ে একাধিক পোস্ট করতে দেখা গিয়েছে তার সোশ্যাল হ্যান্ডেলে।
তবে সম্প্রতি তিনি তার ইনস্টাগ্রামে এমন একটি ভিডিও শেয়ার করলেন যা দেখে কোনো সুস্থ মানুষ অসুস্থ বোধ করবেন। সম্প্রতি স্বস্তিকা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার @Sahaara_by_mansi-র একটি পোস্ট শেয়ার করেছেন। আর সেই ভিডিওতে ওই মহিলাকে একটি বার্তা দিতে দেখা গিয়েছে। আর সেই ভিডিওতে যা দেখা যাচ্ছে তা দেখে স্তম্ভিত অনেকেই।
ভিডিওতে ওই মহিলাটি বললছেন, “আমি আপনাদের সঙ্গে একটা ভিডিয়ো শেয়ার করে নিতে চাই। যা দেখার পর আমি মেন্টাল ট্রমায় চলে গেছি। আমার মনে হচ্ছে এটা না দেখলেই ভালো হত। আমার ইনবক্সে এই ভিডিয়োটা আসে। আর দেখুন এই নাবালক মুরগির সঙ্গে কী করছে। আর সেটা নিয়ে হাসছে। আমি তো এটা ভাবতেই পারি না।”
তিনি আরও বলেন, “ধর্ষণ এমন একটা জিনিস, যা হওয়াই উচিত নয়। আর হলে দোষীকে তুলে দাও জনগণের হাতে। মানুষ সাজা দেবে। কিন্তু পশু গোরু, কুকুর, বিড়ালদের সঙ্গে ধর্ষণের ঘটনাও রোজই দেখি আমরা! তবে এই ভিডিয়ো আমাকে ভাষাহীন করে দিয়েছে। আপনাদেরও এটা দেখা উচিত।” আর এই ভিডিও দেখে রীতিমতো স্তম্ভিত সকলে।
ভিডিওতে একটি নাবালককে একটি মুরগীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করতে দেখা যাচ্ছে। মুরগীটিকে যন্ত্রণায় ডাকতে দেখা যাচ্ছে। আর সেটিকে নকল করছে ওই নাবালক নিজেও। অর্থাৎ সে মুরগীটিজে ব্যঙ্গ করছে তা স্পষ্ট। আর এই ভিডিওটি অনেকেই নাবালকটিকে নিয়ে মন্তব্য করেছেন। কেউ লিখেছেন, “কিন্তু এই মুরগিটা কী পোশাক পরেছিল?” তাতে একজন উত্তর দেন, “ও উলঙ্গ ছিল। দোষ মুরগিটারই।”
আরও পড়ুন,
*‘কোনও মানুষকে যেন জানোয়ার …’, হঠাৎ যে কারনে চটলেন অভিনেত্রী অপরাজিতা