একদিকে তিনি মাঠে লড়াই করেছেন, অন্যদিকে লড়াই করেছেন ক্যান্সারের সাথে। খুব শীঘ্রই আসতে চলেছে তার বায়োপিক। হ্যাঁ, ঠিকই ধরেছেন আজ আমরা কথা বলছি কিংবদন্তী খেলোয়াড় যুবরাজ সিংয়ের সম্পর্কে। সম্প্রতি সরকারিভাবে তার বায়োপিক নির্মাণের কথা ঘোষণা করা হয়েছে।
তিনি দু’বার বিশ্বজয়ী ভারতীয় দলের সদস্য। এমনকি ২০১১ সালে ৫০ ওভারের বিশ্বকাপে ক্যান্সারের সাথে যুদ্ধ চালিয়েই টুর্নামেন্টে সেরা হয়েছিলেন। তার আরো একটি কৃতিত্ব হলো তিনি এক ওভারে ছয়টি ছয় মেরেছেন। তার জীবন নিয়ে তৈরি সিনেমা প্রযোজনা করবেন ভূষণ কুমার ও রবি ভাগচন্দোকা।
যদিও তার সিনেমার কী নামকরণ করা হবে তা এখনো ঘোষণা করা হয়নি। তবে যে সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে তার বায়োপিক নির্মাণের ঘোষণা করা হয়েছে সেখানে লেখা রয়েছে ‘সিক্স সিক্সেস’। মনে করা হচ্ছে এই নামেই তার বায়োপিক আসতে পারে। ‘টি-সিরিজ’এর তরফ থেকে তার বায়োপিক নির্মাণের কথা ঘোষণা করা হয়েছে।
যার ক্যাপশনে লেখা হয়, ‘২২ গজ থেকে কোটি কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়া কিংবদন্তীর জীবন কাহিনী ফিরে দেখা। যুবরাজ সিংহের হার না মানা মনোভাব ও সাফল্যের কাহিনি শীঘ্রই বড়ো পর্দায় আসতে চলেছে।’
সিনেমায় একদিকে তার ২২ গজের কৃতিত্ব তুলে ধরা হবে, অন্যদিকে কীভাবে তিনি জীবন যুদ্ধে লড়াই করে জয়ী হয়েছেন সে কথা তুলে ধরা হবে। তাইতো যুবরাজ ভক্তদের মনে উচ্ছ্বাসের অন্ত নেই এই খবর ঘোষণা করার পর। কারণ, সকলেই অপেক্ষা করছিলেন তার মতোন ক্রিকেটারের বায়োপিক দেখার জন্য।