‘অন্ধকার রাস্তায় পুরুষের থেকে ভূতের মুখোমুখি হওয়া নারীর পক্ষে নিরাপদ’! আর.জি কর কাণ্ডের প্রতিবাদে টুইঙ্কল

অন্ধকার রাস্তায় পুরুষের থেকে নাকি ভূতের মুখোমুখি হওয়া নারীর পক্ষে অনেক বেশি নিরাপদ! সম্পতি এমনই কথা উঠে এসেছে অভিনেত্রী টুইঙ্কল খান্নার কলম থেকে। বরাবর স্পষ্টবক্তা হিসেবেই পরিচিত তিনি। সমাজে কোনো কিছু ঘটলে সেসব নিয়ে কথা বলতে দু’বার ভাবেন না। আর.জি কর কাণ্ড নিয়ে একাধিকবার মুখ খুলতে দেখা গিয়েছে তাকে।

‘মিসেস ফানি বোনস’ নামেই লিখতে দেখা যায় তাকে। সেই ছদ্মনামে তিনি সম্প্রতি লিখেছেন, ‘বর্তমান পরিস্থিতিতে অন্ধকার রাস্তায় পুরুষের থেকে ভূতের মুখোমুখি হওয়া নারীর পক্ষে অনেক নিরাপদ।’ আসলে আমাদের দেশে যে সমস্ত ঘটনা ঘটে চলেছে সেখানে তার মনে হয়েছে ভূতের তুলনায় মানুষ অনেক বেশি বিপজ্জনক।

এছাড়াও এই উপলব্ধি আরও খানিকটা বেড়ে গিয়েছে সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘স্ত্রী ২’ দেখে। অন্যদিকে আর.জি কর কাণ্ডে এর আগে তিনি তার আক্ষেপের কথা তুলে ধরেন। যেখানে বলেন সময় এতো এগিয়ে গেলো তবে নারীদের অবস্থান পাল্টালো না। তার ৫০ বছরের জীবনে এখনো দেখছেন মেয়েদের কীভাবে বড়ো করা হয়।

লেখেন, ‘এখনও ছোট থেকে একজন মেয়েকে শেখানো হয়, কোথাও একা যাবে না। না পার্কে, না স্কুলে, এমনকি কাজের জায়গাতেও না! একান্তই কোনো পুরুষের সঙ্গে বেরোতে হলে তিনি যেন তার পরিবারের কেউ হন। যেমন, নিজের কাকা, মামা, নিজের বা তুতো ভাই। বিশেষ করে রাতে মেয়েরা যেন কখনোই একা কোথাও না যায়। তা হলে সে আর অক্ষত ফিরবে না।’

এছাড়াও মেয়েদের নাইট ডিউটি নিয়ে কথা বলতে দেখা গিয়েছিল তাকে। যেখানে বলেছিলেন একুশ শতকে মেয়েদের ঘরবন্দী না রেখে কর্মক্ষেত্র-সহ সব জায়গাতে নিরাপত্তার দিকটি আইনের সাহায্যে আরো বেশি জোরালো করার সময় এসে গিয়েছে।

আরও পড়ুন,
*অভিনয় করেছিলেন হৃত্বিকের ছেলেবেলার চরিত্রে, এখন নামী চোখের ডাক্তার, চিনতে পারলেন এই সার্জনকে?