মৃত্যুকে পরাজিত করেছে বাল্যকালে, প্যারালিম্পিকে জুডো ব্রোঞ্জ জয় ভারতের কপিল পারমার

শিবর মধ্যপ্রদেশের একটি গ্রাম। বহু বছর আগে ওই গ্রামের একটি শিশু খেলতে খেলতে মাঠের পাশে জলের পাম্পে হাত দিয়ে ফেলে। আর সাথে সাথে কারেন্টের শক খেয়ে মাটিতে ছিটকে পড়ে যায়। শিশুটিকে ভোপালের চিকিৎসালয়ে নিয়ে যাওয়া হয়। শিশুটি ৬ মাস কোমায় ছিল। শিশুটি মৃত্যুকে পরাজিত করে সেখান থেকে ফিরে আসে। দৃষ্টিশক্তির অনেক ক্ষয়ক্ষতি হয়। ওই কপিল পারমারাই এখন অহংকার বোধ করছে ভারতবর্ষকে।

৪/১ আর যে কিনা মৃত্যুকে পরাজিত করতে পারে, তার তরফ থেকে প্রতিদ্বন্দিতাকে হার মানানো কি এমন বড় ব্যাপার! কপিল সেই কাজটাই করে চলেছে। প্যারালিম্পিক গেমসের ইতিহাসে জুডো থেকে ভারতে প্রথম পতক জিতলেন তিনি।

৪/২ বৃহস্পতিবার প্যারিসের ব্রোঞ্জ পদকের ম্যাচ ব্রাজিলে এলিয়েন্টন ডি ওলিভেইরা-কে ১০-০ পয়েন্টে উড়িয়ে দিলেন কপিল। ব্রোঞ্জ জয় করলেন জে ওয়ান ৬০ কিলো ওজনের। এই বিষয়ে তারাই খেলে, যাদের পুরো অথবা অনেকটাই দৃষ্টিশক্তি হারিয়েছে।

৪/৩ কোমা থেকে জীবিত হয়ে আসার পর ‘ব্লাইন্ড জুডো’ খেলার দিকে ঝোঁকছিল কপিলের। তিনি জীবনে প্রতিষ্ঠিত হওয়ার একটি রাস্তা দেখেছিলেন। কপিলকে ছোটবেলা থেকেই অনেক অবস্থার সাথে যুদ্ধ করতে হয়েছিল।

৪/৪ পিতা ছিলেন ট্যাক্সি চালক। সংসারে সহায়তা করার জন্য কপিল ও তার ভাই একটি চায়ের দোকানও দিয়েছিলেন। ভাই সেই চায়ের দোকান এখনো চালায়। এবং যতটা সম্ভবনা কপিলকে সহায়তা করে।

আরও পড়ুন,
*KBC-16: প্রতিযোগীর মুখে অজয়ের প্রশংসা শুনে এই কথা বললেন অমিতাভ

error: Content is protected !!