দীপিকা-রণবীরের কোলে এল প্রথম সন্তান

দীর্ঘ অপেক্ষার অবসান। সন্তানের জন্ম দিলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। চলতি বছরের শুরুতে রণবীর ও দীপিকা জানিয়েছিলেন তাদের পরিবার নতুন সদস্য আসতে চলেছে। আর এরপর থেকে জল্পনা শুরু হয়। এদিকে দীপিকার অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আসার পরই অনেকেই তার স্ফীতোদর নিয়ে নানান গুজব রটাতে শুরু করেন। অনেকেই বলতে শুরু করেন যে পুত্র হবে নাকি কন্যা হবে।

তবে সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে এদিন এক কন্যা সন্তানের জন্ম দিলেন দীপিকা পাড়ুকোন। যদিও এখনও নিজেরা সোশ্যাল মিডিয়ায় এসে খবর প্রকাশ করেননি। গতকাল ছিল গণেশ চতুর্থী। আর এই দিনেই সিদ্ধিবিনায়ক মন্দিরে দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং-কে দেখা গিয়েছিল। শাড়ি পরে একেবারে সাধারণ সাজে মন্দিরে হাজির হয়েছিলেন দীপিকা। মন্দিরে যাওয়ার পরের দিনই হাসপাতালে দেখা যায় তাদের দু’জনকে।

এর আগে খবর পাওয়া গিয়েছিল আগামী ২৮শে সেপ্টেম্বর রণবীর ও দীপিকার প্রথম সন্তান ভূমিষ্ট হতে পারে। কিন্তু তার অনেক আগেই পৃথিবীতে এসেছে তাদের সন্তান। দক্ষিণ মুম্বাইয়ের একটি হাসপাতালে দীপিকা তার সন্তান জন্ম দেন। তবে অন্তঃসত্ত্বা থাকাকালীন অবস্থায় একাধিকবার প্রকাশ্যে এসেছেন দীপিকা। কখনও লুকোচুরি করেননি।

অন্তঃসত্ত্বা অবস্থায় যেমন করেছেন ছবির শ্যুটিং তেমনই ছবি মুক্তির আগে তার প্রমোশন করতেও ছুটে গিয়েছেন এদিক ওদিক। তবে সেইসময় তার স্ফীতোদর নিয়ে একাধিক গুজব সামনে আসে। লোকসভা নির্বাচনের সময় ভোট দিতে গিয়ে অনেকেই দীপিকার স্ফীতোদর নিয়ে সন্দেহ প্রকাশ করেন সেটি আসল কিনা। অনেকের দাবি ছিল ওই স্ফীতোদর নকল।

তবে নিন্দুকদের মুখে ছাই দিয়ে দীপিকা বুঝিয়ে দিয়েছেন তার সেই স্ফীতোদর আসল ছিল। দীপিকা ও রণবীরের বিয়ে ২০১৮ সালের ১৪ই নভেম্বর। লেক কোমোতে রাজকীয় বিয়ের আয়োজন বসে। ২০১৩ সালে রণবীর ও দীপিকার সম্পর্কের সূচনা হয়। ‘গোলিয়ো কি রাসলীলা :রামলীলা’ ছবির শ্যুটিং করতে গিয়ে একে অপরের সঙ্গে পরিচিত হন তারা। সেই সম্পর্কের পরিণতি ঘটে ২০১৮ সালে। অবশেষে ২০২৪ সালে তাদের প্রথম সন্তান তাদের সংসার আলো করে এলো।

আরও পড়ুন,
*পদ্মার ইলিশ ঢুকবে না এ বাংলায়! ভারতে ইলিশ বিক্রয় ব্ন্ধর সিদ্ধান্ত ইউনূস সরকারের