এবার বার্বি লুকে দেখা গেল অভিনেত্রী দর্শনা বণিককে। যা দেখার পর মুগ্ধ নেটিজেনরা। দীর্ঘ সময় ধরে টলিউডের সাথে যুক্ত রয়েছেন দর্শনা। ইতিমধ্যে কাজ করে ফেলেছেন একাধিক মিউজিক ভিডিও থেকে শুরু করে সিনেমায়। পাশাপাশি মডেলিংয়েও তিনি সিদ্ধহস্ত।
সম্প্রতি তার বার্বি লুকের একটি ভিডিও উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। একজন তার এই ভিডিও পোস্ট করেছেন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে। যেখানে তিনি অভিনেত্রীকে বলছেন, ‘তোমাকে বার্বি লুকে ভীষণ সুন্দর লাগছে।’ উত্তরে দর্শনা বলেন, ‘সবটাই আমার স্টাইলিস্ট এবং মেকআপ আর্টিস্টের কৃতিত্ব।’
সাথে ধন্যবাদ জানাতেও দেখা যায় তাকে। ছবিতে দেখা যায় সাদা ও কালো শর্ট ড্রেস পরে রয়েছেন তিনি। তাকে পুরো বার্বির মতোন মেকআপ করতে দেখা গিয়েছে। যেটি বেশ পছন্দ করেছেন দর্শকেরা। উল্লেখযোগ্য, গত বছরই তিনি বিয়ের পিঁড়িতে বসেছেন ‘মন্টু পাইলট’ খ্যাত অভিনেতা সৌরভ দাসের সাথে।
আলাদা ফ্ল্যাটে নতুন সংসার শুরু করেছেন তারা। তবে সংসারের পাশাপাশি কাজও করছেন মন দিয়ে। সিনেমার কাজের পাশাপাশি বিভিন্ন ব্র্যান্ডের হয়ে মডেলিং করেন এই অভিনেত্রী। এছাড়া যদি আমরা তার আগামী কাজ যদি দেখি তাহলে তাকে দেখা যাবে ‘দেবী চৌধুরানী’ সিনেমা।
যেটি মূলত ভারতের প্রথম মহিলা স্বাধীনতা সংগ্রামীর জীবনী অবলম্বনে তৈরি হবে। তিনি ছাড়া সেখানে অভিনয় করবেন শ্রাবন্তী চ্যাটার্জী, প্রসেনজিৎ চ্যাটার্জী, সব্যসাচী চক্রবর্তী, অর্জুন চক্রবর্তী প্রমুখ তারকারা। আপাতত সেই সিনেমার অপেক্ষায় রয়েছেন দর্শকেরা।
আরও পড়ুন,
*‘শুধু আন্দোলন করলে খাব কী? ‘কাজে ফেরা’ প্রসঙ্গে কী কী বললেন শিলাজিৎ