‘হইচই’-এর তরফে বিরাট চমক! মহালয়ার দিন একটা গোটা সিরিজ, দেবী দুর্গা রূপে রাজনন্দিনী

আকাশে পেঁজা তুলোর মতো মেঘ, বাতাসে ফুলের মিষ্টি গন্ধ। অর্থাৎ বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা একেবারে দোরগোড়ায় হাজির। আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। তারপর শুরু হবে দুর্গাপূজা। দুর্গাপূজা যত এগিয়ে আসতে থাকে ততই মানুষের মনে প্রশ্ন জাগে এবার টেলিভিশনের পর্দায় কাকে দুর্গা রূপে দেখা যাবে। তবে এবার ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’-এর তরফে রয়েছে একটি চমক।

এবার মহালয়ার দিন প্রভাতী অনুষ্ঠান নয়, আসছে একটা গোটা সিরিজ। আর সেই গল্প তুলে ধরবে ‘হইচই’। দেবী দুর্গা রূপে ধরা দেবেন রাজনন্দিনী পাল। ‘হইচই’-এর নতুন সিরিজ আসতে চলেছে ‘মহিষাসুরমর্দিনী’। তারই ঝলক এবার প্রকাশিত হলো। সেখানেই রণং দেবি রূপে দেখা মিলল রাজনন্দিনী পালের। তার দুর্ধর্ষ অঙ্গভঙ্গি, নাচ ও যুদ্ধের আদবকায়দা যেনো আরও নজর কাড়ল।

প্রথম ঝলকে তিনি বাজিমাত করেছেন। এবার সিরিজ হিসেবে প্রথম ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে দেবী দুর্গার সিরিজ। সিরিজে শিবের ভূমিকায় কে অভিনয় করবেন তা অনেকের মনে প্রশ্ন দানা বেঁধেছে। শিবের ভূমিকায় দেখা যাবে টেলিভিশনে ছোটো পর্দার জনপ্রিয় অভিনেতা রোহন ভট্টাচার্য্যকে। সিরিজটি পরিচালনা করছেন সায়ন্তন মুখোপাধ্যায়।

এই সিরিজে সৃষ্টি ও বিবর্তনের মধ্যে দিয়ে নারী শক্তিকে বর্তমান প্রেক্ষাপটে তুলে ধরা হয়েছে। আগামী ২রা অক্টোবর ‘হইচই’ ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে এই সিরিজ। যেখানে দেখানো হয়েছে ঘোড়াসুর বধ, মহিষাসুর বধ, সতীর দেহ খণ্ড বিখণ্ডের গল্প, শিবের তাণ্ডবের কথা সহ সবকিছু দেখানো হবে।

টেলিভিশনের পর্দায় প্রতিবছর বিভিন্ন চ্যানেলে মহালয়ার দিন সকালবেলা মহিষাসুরমর্দিনী দেখানো হয় তবে এবার তার কিছুটা ব্যতীক্রম হতে চলেছে। আশা করা হচ্ছে, অভিনেত্রী রাজনন্দিনী পাল সকলের মন জয় করবেন৷

error: Content is protected !!
শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক