‘… সীমাবদ্ধতার সাথেই প্রতিযোগিতা করো’, বার্তা দিলেন জনপ্রিয় বলিউড অভিনেতা রিতেশ দেশমুখ!

‘জীবনের প্রতিকূলতাগুলোকে সীমাবদ্ধ কোরো না বরং সীমাবদ্ধতার সাথেই প্রতিযোগিতা করো।’ এমনই বার্তা দিলেন জনপ্রিয় বলিউড অভিনেতা রিতেশ দেশমুখ! সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় এই অভিনেতা। যেখানে তার বিভিন্ন ছবি ও ভিডিও আমরা দেখতে পাই।

সম্প্রতি সেখানেই তার ফটোশ্যুটের কয়েকটি দৃশ্য তুলে ধরেছেন তিনি। যেখানে দেখা যাচ্ছে কালো রংয়ের কোট, প্যান্ট পরে রয়েছেন। আর তার চুল পেছনে টেনে বাঁধা। আত্মবিশ্বাসের সাথে একাধিক পোজ দিতে দেখা গিয়েছে তাকে। যা দেখে মুগ্ধ সকলে।

পাশাপাশি ক্যাপশনে লিখেছেন জীবনের প্রতিকূলতাকে না কমিয়ে সীমাবদ্ধতার সাথে লড়াই করা উচিত মানুষের। তার ফলেই সার্বিক বৃদ্ধি হয় মানুষের। উল্লেখযোগ্য, বর্তমানে এই অভিনেতা ‘বিগ বস মারাঠি’ শো সঞ্চালনা করছেন। তবে সেখানে প্রতিযোগীদের নিয়ে কিছু সমস্যা হয়েছে সম্প্রতি।

আর এই বিষয়টি নিয়ে যে অনুরাগীরা মোটেই খুশি নন তা বোঝা গিয়েছে তার ছবির কমেন্টবক্স দেখেই। কারণ, সেখানে ‘বিগ বস’ নিয়ে নানান মন্তব্য করেছেন নেটিজেনরা। উল্লেখযোগ্য, একসময় সিনেমায় দাপিয়ে অভিনয় করতেন রিতেশ। যদিও বর্তমানে তাকে বিভিন্ন রিয়্যালিটি শো সঞ্চালনা করতেই বেশি দেখা যায়।

এখানেই শেষ নয় বিভিন্ন অ্যাওয়ার্ড শো’গুলিতেও তিনি খুনসুটিতে মাতিয়ে রাখেন সকলকে। অন্যদিকে তিনি বেশ কয়েক বছর আগে ভালোবেসে বিয়ে করেছিলেন অভিনেত্রী জেনেলিয়াকে। বর্তমানে দুই পুত্র সন্তানকে নিয়ে তাদের সুখের সংসার।

error: Content is protected !!