ফের সাহসী অবতারে নুসরত! ঝড় উঠলো সোশ্যাল মিডিয়ায়

আরো একবার সাহসী অবতারে ধরা দিলেন জনপ্রিয় টলিউড অভিনেত্রী নুসরত জাহান! তাকে দেখে রীতিমতো ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। আমরা সকলেই জানি সোশ্যাল মিডিয়া ভীষণই সক্রিয় এই অভিনেত্রী। নিত্যদিন সেখানে নিজের নানান ছবি ভাগ করে নেন।

কখনো ফটোশ্যুটের আবার কখনো কোথাও ঘুরতে যাওয়ার সমস্ত আপডেট দিতে থাকেন অনুরাগীদের। সম্প্রতি সেরকমই একটি মনোকিনি পোশাক পরে ফটোশ্যুটে অংশগ্রহণ করেছিলেন তিনি। সেই ছবি ভাগ করে নিয়েছেন ইনস্টাগ্রাম হ্যান্ডেলে। ক্যাপশনে লিখেছেন, ‘হ্যালো ফ্যামিলি।’

যার অর্থ হল তার সোশ্যাল মিডিয়া ফ্যামিলিকে হ্যালো বলেছেন তিনি। এদিন তাকে দেখা গিয়েছে কমলা রঙের একটি মনোকিনি পোশাক পরে। খোলা চুলে অসাধারণ লাগছিল তাকে দেখতে। প্রত্যেকের মুখে একটাই কথা সময়ের সাথে সাথে তার জৌলুস ক্রমাগত বাড়ছে।

সাথে অনেকে এও বলেছেন তাকে দেখে বোঝার উপায় নেই তিনি এক সন্তানের মা। কারণ, নিজের ফিটনেস এতো সুন্দরভাবে ধরে রেখেছেন তিনি যে চেহারায় কোনো পরিবর্তন আসেনি সন্তান জন্ম দেওয়ার পরেও। এই বিষয়টি নিয়ে আগেও তিনি প্রশংসা লাভ করেছেন ভক্তদের। এবারেও তার অন্যথা হয়নি।

অন্যদিকে কিছুদিন আগেই তিনি তার সমুদ্রসৈকতে বেড়ানোর ছবি পোস্ট করেছিলেন। আসলে কাজের যতই ব্যস্ততা থাকুক না কেন স্বামী যশ দাশগুপ্তের সাথে সময় পেলেই বেরিয়ে পড়েন এদিক-ওদিক। প্রকৃতির অসাধারণ সৌন্দর্য্য উপভোগ করে ফিরে আসেন কর্মব্যস্ততায়।