বলিউড অভিনেত্রী বিদ্যা বালানকে সকলেই চেনেন। বলিউড ছবি যারা দেখেন তারা সকলেই বিদ্যাকে চেনেন। এমনই দক্ষিণ ভারতের ফিল্ম ইন্ডাস্ট্রির এক জনপ্রিয় অভিনেত্রী হলেন প্রিয়ামণি। তবে জানেন কি, বিদ্যা ও প্রিয়ামণি তাদের মধ্যে বিশেষ সম্পর্ক রয়েছে। তারা আসলে একে অপরের আত্মীয়। অনেকে অবাক হলেও এটাই সত্যি।
সম্প্রতি বিদ্যার সঙ্গে তার সম্পর্কের কথা নিয়ে মুখ খুলেছেন প্রিয়ামণি। তিনি জানান, “আমি বিদ্যার বাবার পক্ষের সেকেন্ড কাজিন। অর্থাৎ বাবার পক্ষে আমার দাদু ও বিদ্যার দাদু দুই ভাই। বিদ্যার দাদু ছিলেন বড় ভাই, আমার দাদু হলেন ছোট ভাই।” অর্থাৎ বিদ্যা ও প্রিয়ামণি একে অপরের তুতো বোন।
তারা একে অপরের আত্মীয় হলেও সেভাবে তাদের কখনও দেখা হয়নি বা কথা হয়নি। এই প্রসঙ্গে প্রিয়ামণি জানান, “এখনও পর্যন্ত আমি তার সাথে দুবার দেখা হয়েছে।” তিনি জানিয়েছেন, একবার একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তাদের দেখা হয়েছে এবং আরেকবার দেখা হয়েছে শাহরুখ খানের পার্টিতে। অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বিদ্যার হাত দিয়ে প্রিয়ামণিকে পুরস্কার দেওয়া হয়।
প্রিয়ামণি অ্যাওয়ার্ড প্রসঙ্গে জানান, ভাইজ্যাকে অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তিনি গিয়েছিলেন। সেখানে বিদ্যাও এসেছিলেন। প্রিয়ামণি মনে করেছিলেন বিদ্যা কোনো পুরস্কার পাচ্ছেন তাই এসেছেন। সেইসময় প্রিয়ামণিকে বিদ্যা ছবির পুরস্কার তুলে দেন। সেই প্রথম নিজের তুতো বোনকে মঞ্চ থেকে দেখেন প্রিয়ামণি।
প্রিয়ামণির কথায়, “ও খুব মিষ্টি, খুব আন্তরিক। ও বলল প্রিয়া, কেমন আছ? আমি বললাম ভালো আছি। তুমি কেমন আছ?” এরপর তারা একে অপরকে আলিঙ্গন করেন। এরপর দ্বিতীয়বার শাহরুখ খানের পার্টিতে তাদের দেখা হয়৷ তুতো বোনকে নিয়ে প্রশংসায় পঞ্চমুখ প্রিয়ামণি।