এবার প্রাণনাশের হুমকি পেলেন জনপ্রিয় কমেডিয়ান মুনাওয়ার ফারুকি। সম্প্রতি খুন হয়েছেন বাবা সিদ্দিকি। মনে করা হচ্ছে তাকে খুন করার পিছনে চক্র রয়েছে বিষ্ণোই গ্যাংয়ের। এবার বিষ্ণোই গ্যাংয়ের তরফে মুনাওয়ারকে হুমকি দেওয়া হয়েছে। যদিও এর আগেও জনপ্রিয় কমেডিয়ান নানান হুমকি পেয়েছেন। তাকে জিগ্যেস করা হলে সেসব বিষয় তিনি এড়িয়ে গিয়েছেন। কিন্তু এবারের ঘটনা আর হালকাভাবে নিতে চাইছে না মুম্বাই পুলিশ।
বাবা সিদ্দিকির মৃত্যুর পর সতর্ক হয়েছে মুম্বাই পুলিশ। মুনাওয়ার ফারুকির নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। সকলেই জানেন কৃষ্ণসার হরিণ হত্যা করার জন্য বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় রয়েছেন সালমান খান। তার সঙ্গে ঘনিষ্ঠতা ছিল বাবা সিদ্দিকির৷ সম্প্রতি তাকে খুন করা হয়েছে। এবার হিন্দুদের অপমান করায় হুমকি পেলেন জনপ্রিয় কমেডিয়ান মুনাওয়ার ফারুকি।
মনে করা হচ্ছে তার হুমকি পাওয়ার পিছনে বিষ্ণোই গ্যাংয়ের হাত রয়েছে। এর পাশাপাশি বাবা সিদ্দিকির মৃত্যুর পিছনেও বিষ্ণোই গ্যাংয়ের হাত রয়েছে বলে অনুমান করা হচ্ছে। আর তাই কমেডিয়ান মুনাওয়ারের নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। এই বিষয়ে তদন্ত করছে পুলিশ। তাদের তরফে জানানো হয়েছে, একটি খবর আসে যে মুনাওয়ার ফারুকির প্রাণ সংশয় হতে পারে, তখনই তার নিরাপত্তা বাড়ানো হয়েছে।
বিগত কয়েক বছর ধরে হিন্দু দেবদেবীদের নিয়ে নানান কৌতুক করার জন্য একাধিকবার হুমকি পেয়েছেন মুনাওয়ার ফারুকি। তার শো’য়ে হিন্দুদের ভাবাবেগে আঘাত করার জন্য একাধিকবার তাকে হুমকি পেতে হয়৷ কিন্তু তিনি সেসব অভিযোগ অস্বীকার করেছেন। তাই গত শনিবার বাবা সিদ্দিকিকে প্রকাশ্যে গুলি করে খুন করার পর মুনাওয়ারের হুমকি উড়িয়ে দিচ্ছে না পুলিশ।