একজন বলিউডের বিখ্যাত ভারতীয় অভিনেত্রী। অপর জন ভারতীয় ধনশালী তারকার মেয়ে এবং শিল্পপতি। দুজনের কাজ একেবারেই আলাদা। তবে দুজনের মধ্যে আবার কিছু মিল খুঁজে পাওয়া যায়। দুজনেই কর্মযোগী মহিলা। বিখ্যাত যুগলেই। খুব অল্প বয়সেই অগ্রসর। আবার দুজনেই বাচ্চার মা। আলিয়া ভট্ট ও ইশা আম্বানি শেষের ওই মিলটিতেই সবচেয়ে বেশি সাদৃশ্য পাওয়া গেছে। আর পাশাপাশি থেকেই নির্মাণ করেছেন এমন এক ব্র্যান্ড, যেটা কিনা মায়েদের কাজে আসবে।
নাম ‘এড-আ-মাম্মা’। সর্বপ্রথম এই নামে পোশাকের ব্যান্ড নির্মাণ আরম্ভ করেছিল আলিয়াই। তবে ইশার প্রতিষ্ঠান রিল্যায়েন্স রিটেল ভেঞ্চার্স লিমিটেড এই প্রতিষ্ঠানের সাথে নিজেদের যুক্ত করেছেন। ‘এড-আ-মাম্মা’র ৫১% শেয়ারে ক্রয় করে নিয়েছেন ইশা। সংবাদটি প্রফুল্লতা হয়ে নিজের ইনস্টাগ্রামের পৃষ্ঠায় বলেছেন আলিয়াই।
‘জিগরা’র অভিনেত্রী বলেছেন, ” আমাদের দুজনের মধ্যে যেটা মিল, সেটা হলো আমরা দুজনেই একই রকম স্বপ্ন দেখি। আমরা চাইছি রাষ্ট্রের ছোট্ট ছোট্ট শিশু এবং তাদের জননীদের ব্যবহারের জন্য চারপাশের অবস্থা সুরক্ষার জিনিস তৈরি করতে। আর সেই সব জিনিস তৈরি হবে রাষ্ট্রের মধ্যেই। দেশের শিল্পী শ্রমিকদের হাতেই। এর জন্য যাতে তারাও উপকারপ্রাপ্ত হয়। এই চিন্তা ভাবনা থেকেই রাষ্ট্রের সবচেয়ে বৃহৎ খুচরো বিক্রির ব্র্যান্ড রিল্যায়েন্স রিটেল এর সাথে হাত মেলাতে পেরে আমি খুব আনন্দিত।”
‘এড-আ-মাম্ম’ বাচ্চা এবং তাদের মায়েদের পোশাক পরিচ্ছন্নের পাশাপাশি বাচ্চাদের প্রতিপালনের জন্য প্রয়োজনীয় জিনিসপত্রও ক্রেতাদের সন্তুষ্টি করবে। সংবাদটি জানিয়ে আলিয়া তার ইনস্টাগ্রামের পৃষ্ঠায় তার এবং ইশার একটি ছবি শেয়ার করেছেন।
সেই চিত্রতে আলিয়া এবং ইশার পরিধেয় নেটিজেনদের সুখ্যাতি পেয়েছেন। নিজেদের ব্রান্ডের ফটোশুটের আলিয়া পরিধান করেছিল হালকা গোলাপি রঙের প্যান্ট স্যুট। ইশা পরিধান করেছিলেন কালোর ওপর ফুল ফুল ছাপা একটি ম্যাক্সি পোশাক।